ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৭, উদ্ধার তাজা বোমা
ভরসন্ধ্যায় রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজি! দুষ্কৃতী দৌরাত্ম্য? নাকি নেপথ্যে রাজনীতি? তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
হিন্দোল দে, কলকাতা: মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। তার জেরেই বোমাবাজি হয়। এদিকে, বিজেপির ইঙ্গিত, বোমাবাজির নেপথ্যে রয়েছে রাজনীতি!
ভরসন্ধ্যায় রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজি! দুষ্কৃতী দৌরাত্ম্য? নাকি নেপথ্যে রাজনীতি? তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, এখনও অধরা রয়েছে মূল অভিযুক্ত। বুধবার সন্ধে। ঘড়ির কাঁটায় সাড়ে ৭টা। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ড, কসবার রাজডাঙায়, তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি হয়। রাস্তায় এখনও তাজা বোমার দাগ। প্রত্যক্ষদর্শী এক মহিলার কথায়, ‘‘ আমি ছিলাম। গাড়ি না উবের করে এল। বোমা ছুঁড়ল। পালিয়ে গেল। আমরা আতঙ্কে রয়েছি ৷’’
ঘটনার পরই এলাকায় পৌঁছয় কসবা থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ সূত্রে দাবি, এলাকাদখলের লড়াইকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ বাঁধে।তার জেরেই বোমাবাজি হয়। পুলিশ সূত্রে খবর, এই অশান্তির সূত্রপাত গত মঙ্গলবার। এলাকার দখল কার হাতে থাকবে, তা নিয়ে স্থানীয় দুই দুষ্কৃতী দিনু যাদব ও মুন্না পাণ্ডের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সেদিনও বোমাবাজি হয়। এই ঘটনার রেশ ধরেই বৃহস্পতিবার সন্ধেয় অশান্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের হাতে ৭জন গ্রেফতার হলেও, এখনও অধরা মূল অভিযুক্ত দিনু যাদব ও মুন্না পাণ্ডে আমার বর কিছু করেনি। যা করেছে, মুন্না পাণ্ডের লোকজন করেছে।
পুলিশ দুষ্কৃতী দলের গণ্ডগোলের কথা বললেও, বিজেপির ইঙ্গিত, বোমাবাজির নেপথ্যে রয়েছে রাজনীতি! বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, ‘‘এতদিন টেস্ট করে রেখেছেন। এবার দেখুন বোমের আওয়াজটা কেমন হয়। আমাদের বাড়িতে তো প্রায়ই পড়ত। এবার ওনারা সুযোগটা পাচ্ছেন।’’
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোটরবাইক ৷