এক্সপ্লোর
কলেজ স্কোয়ারে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেলেন জাতীয়স্তরের এক সাঁতারু!

কলকাতা: হেদুয়ার পর এবার কলেজ স্কোয়ার। সাঁতার কাটতে নেমে তলিয়ে গেলেন জাতীয় স্তরের সাঁতারু এক প্রৌঢ়। নিখোঁজ প্রৌঢ়ের নাম কাজল দত্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সকাল ৮টা নাগাদ সাঁতার কাটতে নেমে আচমকাই তলিয়ে যান তিনি। কলেজ স্ট্রিটের সাঁতার প্রশিক্ষণ ক্লাবের প্রশিক্ষক ছিলেন ওই ব্যক্তি। ঘটনার পর কলেজ স্কোয়ারে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকরা উদ্ধারের চেষ্টা করেন তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। নামানো হয় ডুবুরিও। ভাল সাঁতারু হওয়া সত্ত্বেও কীভাবে তিনি তলিয়ে গেলেন তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। গত বছরের ৩১ মে হেদুয়া পার্কে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর। ঘটনার পর বেশ কিছুদিন হেদুয়ার সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















