![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
জোড়া পুরস্কার এবিপি আনন্দ-র ঝুলিতে, পূর্বাঞ্চলের সেরা প্রাইম টাইম শো ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’, সেরা কারেন্ট অ্যাফেয়ার্স শো ‘যুক্তি-তক্কো’
গতকাল ঘোষিত হয় ২০১৯ সালের নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার
![জোড়া পুরস্কার এবিপি আনন্দ-র ঝুলিতে, পূর্বাঞ্চলের সেরা প্রাইম টাইম শো ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’, সেরা কারেন্ট অ্যাফেয়ার্স শো ‘যুক্তি-তক্কো’ ABP Ananda wins big at ENBA 2020, 'Ghanta Khanek Sange Suman' and 'Jukti Takko' bags gold জোড়া পুরস্কার এবিপি আনন্দ-র ঝুলিতে, পূর্বাঞ্চলের সেরা প্রাইম টাইম শো ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’, সেরা কারেন্ট অ্যাফেয়ার্স শো ‘যুক্তি-তক্কো’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/23173009/enba.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এবিপি আনন্দ চ্যানেলের মুকুটে নয়া পালক। একসঙ্গে জোড়া পুরস্কার জিতে নিল এবিপি আনন্দ। একদিকে পূর্বাঞ্চলের সেরা প্রাইম টাইম শো হিসেবে সোনা জিতে নিল ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানটি। অন্যদিকে, পূর্বাঞ্চলের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রামের তালিকায় সোনা জিতে নিল ‘যুক্তি-তক্কো’।
#enbaAwards #enbaAwards #GKSS #SangeSuman #sangesuman Best Prime Time Show(East) goes to “Ghanta Khanek Sange Suman” 🙏🙏 pic.twitter.com/ZcjgbqqqqD
— Sange Suman (@IamSumanDe) February 22, 2020
এখানেই শেষ নয়। ওই অনুষ্ঠানে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার এসেছে এবিপি নিউজ নেটওয়ার্ক(এএনএন)-এর ঝুলিতেই। সেরা হিন্দি সঞ্চালকের পুরস্কার জিতেছেন সুমিত অবস্থি। এছাড়া, হিন্দিতে সেরা বিনোদনমূলক অনুষ্ঠানে প্রথম ও তৃতীয় পুরস্কার জিতেছে এবিপি নিউজ।
#enbaAwards #enbaAwards #enb #GKSS #gkss #sangesuman #SangeSuman 🙏🙏 Awards galore at ENBA for ABP News Network 👏👏 #abp #ABP #ANN pic.twitter.com/03srmKBsUv
— Sange Suman (@IamSumanDe) February 22, 2020
পর্যটনকেন্দ্রিক অনুষ্ঠানে সেরা হয়েছে এবিপি নিউজ। এর পাশাপাশি, সেরা লেট প্রাইম টাইম শো ক্যাটেগরিতে প্রথম ও তৃতীয় পুরস্কার এসেছে এবিপি নিউজের ঝুলিতে। পশ্চিমাঞ্চলের আঞ্চলিক ভাষায় এবিপি মাঝা পেয়েছে ২ টি সোনা ও ২ টি রুপো পুরস্কার।
#enbaAwards में @abpanandatv को मिला बड़ा सम्मान. #JuktiTokko बना बेस्ट करंट अफेयर्स प्रोग्राम (ईस्टर्न रीजन) #enbaAwards2020 pic.twitter.com/Uk4CMyw43x
— ABP News (@ABPNews) February 22, 2020
গতকাল ঘোষিত হয় ২০১৯ সালের নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)