লালবাজার অভিযানে পুলিশের 'বাড়াবাড়ি', শীঘ্রই রাজনাথের দ্বারস্থ হচ্ছে বঙ্গ-বিজেপি
কলকাতা: মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। যা নিয়ে এখনও চরমে দু’পক্ষের বাগযুদ্ধ। এই পরিস্থিতিতে, রাজ্যের একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করতে যাচ্ছেন বাংলার বিজেপি নেতারা! রাজনাথ সিংহর কাছে যে অভিযোগপত্র পেশ করা হবে, তার মধ্যে অন্যতম হল, সরকারি মঞ্চ (প্রশাসনিক বৈঠক)কে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে লাগাতার সমালোচনামূলক প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক’দিন আগে এই ইস্যুতে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি-দরবারে, ক’দিন আগের লালবাজার অভিযানকেও হাতিয়ার করছে বিজেপি। রাজনাথকে দিলীপ ঘোষেরা বলবেন, লালবাজার অভিযানের দিন প্রচণ্ড বাড়াবাড়ি করেছে কলকাতা পুলিশ। বিরোধী রাজনৈতিক দলগুলির ওপর বেড়ে চলা হিংসা নিয়ে সরব হওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্য বিজেপি এও অভিযোগ করবে, জেলায় জেলায় দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাজভবনে তাঁর সঙ্গে দেখা করে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একাধিক অভিযোগ করেছিল বিজেপি নেতৃত্ত্ব। সাক্ষাতের পর বেরিয়ে এসে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাহুল সিংহ দাবি করেন, রাষ্ট্রপতি তাঁদের পরামর্শ দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিত ভাবে দল বেঁধে অভিযোগ জানাতে। দেশের সাংবিধানিক প্রধানের পর, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তুলে ধরতে চলেছেন বিজেপির রাজ্য নেতারা। লক্ষ্য, রাজ্যের শাসক দলের ওপর চাপ বাড়ানো। যদিও পদ্ম শিবিরের এই তৎপরতাকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যেখানে খুশি যাক। রাজ্যপালের কাছেও তো গিয়েছিল। রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক আছে। বিজেপি সূত্রে খবর, চলতি মাসের ২৫ তারিখ দলের রাজ্য নেতাদের সময় দিয়েছেন রাজনাথ সিংহ। তবে ওইদিন দেশব্যাপী ‘জরুরি অবস্থা বিরোধী দিবস’ পালন করবে বিজেপি। তাই শেষমুহূর্তে তারিখ পরিবর্তন হতে পারে।