এক্সপ্লোর
Advertisement
ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বাম অবস্থানে হাজির কংগ্রেস, থাকতে পারেন অধীরও
কলকাতা: ভোটের পরে লাগাতার সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এই অভিযোগ তুলে ধর্মতলায় বামেদের অবস্থান। সামিল হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বার্তা, আগামী দিনেও অব্যাহত থাকবে ঐক্যবদ্ধ লড়াই। কাল অবস্থানে থাকবেন সূর্যকান্ত মিশ্র। যেতে পারেন অধীর চৌধুরীও।
সন্ত্রাস ইস্যুতে কলকাতায় বামেদের অবস্থানে সামিল হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার রাজ্যপালের কাছে একযোগে নালিশ জানাতে যান সূর্যকান্ত মিশ্র-অধীর চৌধুরী।
জোটের দুই কাণ্ডারিই স্পষ্ট জানিয়ে দেন, ভোট মিটলেও বাম-কংগ্রেস জোট থাকবে। আগামী দিনেও লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে। অধীর-সূর্যর সেই বার্তাই প্রতিফলিত হল বুধবার। কলকাতা জেলা বামফ্রন্টের অবস্থান মঞ্চে যোগ দিলেন আব্দুল মান্নান, কৃষ্ণা দেবনাথ, মনোজ চক্রবর্তী, ওমপ্রকাশ মিশ্ররা।
সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন ফের তৃণমূলের সমালোচনা করে সিপিএম নেতৃত্ব। সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম মমতার শপথগ্রহণ অনুষ্ঠানকে কটাক্ষ করে বলেন, উনি রাস্তায় শপথ নিচ্ছেন। এরকম সন্ত্রাস চললে আমরাও আগামী ৫ বছর রাস্তায় থাকব। ভোটের ফলপ্রকাশের দিন বেসুরো গাইলেও, অবস্থান মঞ্চে জোটের পক্ষে জোরাল সওয়াল করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বলেন, সন্ত্রাস রুখতে হবে, মানুষের জোটকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বাম নেতাদের সুরেই জোট এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন কংগ্রেস নেতারাও। প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, এরকম দুর্নীতিগ্রস্থ সরকার দেশে কোথাও নেই। আগামী দিনে জোটবদ্ধভাবে লড়াই করবে বাম-কংগ্রেস। সন্ত্রাস ইস্যুকে সামনে রেখে শপথ বয়কট করে আন্দোলনে নামার কথা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যখন শপথ চলবে, তখন কলকাতায় ডিসি অফিস ঘেরাও হবে। জেলায় এসপি অফিস ও এসডিও অফিস ঘেরাও হবে। এদিকে, রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে দিয়েছে, এবার কেন্দ্রীয় নেতৃত্ব কী করবে, সেটা তাদের বিষয়।
যদিও, তৃণমূল ইতিমধ্যেই দাবি করেছে, রাজ্যে কোনও সন্ত্রাসই নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement