এক্সপ্লোর
Advertisement
দুর্ঘটনায় মৃত্যু দুই তরুণের, রণক্ষেত্র চিংড়িঘাটা, পরপর বাসে আগুন, তিন ঘন্টা পর শুরু যান চলাচল
কলকাতা: বেপরোয়া বাসের ধাক্কায় প্রথম বর্ষের দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বাইপাসের উপর চিংড়িঘাটা।পর পর ৩টি বাসে আগুন। যান্ত্রিক গোলযোগে জ্বলন্ত অবস্থায় একটি বাস চলতে শুরু করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাঙচুর চালানো হয়েছে কয়েকটি বাস, ১০ টি গাড়ি এবং একটি পুলিশের গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে চলে দফায় দফায় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় টিয়ারগ্যাসেল শেলও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোয়া ১১টা নাগাদ সেক্টর ফাইভগামী একটি বাসটি সিগন্যাল ভেঙে সাইকেল আরোহী ২ জন কলেজ ছাত্রকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বিশ্বজিৎ ভুঁইয়া এবং সঞ্জয় বনুর মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুর্ঘটনার পর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় ঘটনাস্থলে ঢুকতে সমস্যায় পড়ে দমকল। উত্তপ্ত পরিস্থিতির জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস। প্রায় তিনঘন্টা বন্ধ থাকার পর পুলিশি সক্রিয়তায় খুলে দেওয়া হয় বাইপাস। সরিয়ে দেওয়া হয় অগ্নিদগ্ধ বাস এবং ভাঙচুর হওয়া গাড়িগুলি। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় এদিন সমস্যায় পড়েন বহু মানুষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement