এক্সপ্লোর
ভবানীপুরে জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

কলকাতা: ভবানীপুরের রমেশ মিত্র রোডে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রের। মেধাবি ছাত্র, চোখে ছিল অনেক স্বপ্ন। এক বৃষ্টিতে স্বপ্ন শেষ! ভবানিপুরের রমেশ মিত্র রোডে টিউশন থেকে ফেরার পথে বিদুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল ১৪ বছরের যশ বেঙ্গানির। পুলিশ সূত্রে থবর, বাড়ির কাছেই টিউশন পড়ে বাড়ি ফিরছিল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র যশ বেঙ্গানি। জমা জল পেরিয়ে যাওয়ার সময় রাস্তার ধারের ল্যাম্পপোস্ট ধরতে যায় যশ। তখনই বিদুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এস এস কে এমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা যশকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মারফৎ খবর যায় পরিবারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















