এবার ডেঙ্গির থাবা কলকাতার অভিজাত এলাকাতেও, মৃত্যু প্রৌঢ়ার

কলকাতা: ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম সন্তাত দেবী। পরিবার সূত্রে খবর, বালিগঞ্জ সার্কুলার রোডের বাসিন্দা ওই প্রৌঢ়া চারদিন ধরে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই দ্রুত প্লেটলেট কমতে থাকে। গতকাল সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটেও ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পরিবার। এর আগে, বুধবারই এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে মনিষা ধাড়া নামে ৮ বছরের এক ছাত্রীর। দক্ষিণ কলকাতার মনোহরপুকুরের বাসিন্দা, দ্বিতীয় শ্রেণি ওই ছাত্রী ২ দিন ধরে জ্বরে ভুগছিল। এনএস ওয়ান পজিটিভ ছিল। পরিবারের অভিযোগ, অন্তত ১০টি হাসপাতালে ঘুরেও বেড মেলেনি। শেষমেশ, মঙ্গলবার রাতে ভর্তি করা হয় এসএসকেএম-এর জেনারেল বেডে।






















