এক্সপ্লোর
বিহার, ওড়িশার ওপর বিস্তৃত নিম্নচাপ, তার জেরে সকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হালকা বৃষ্টি

কলকাতা: বিহার এবং ওড়িশার উপর বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। আজও সকাল থেকে কলকাতার আকাশ রয়েছে মেঘলা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে গভীর রাতের বৃষ্টিতে জলমগ্ন সল্টলেকের সেক্টর ফাইভ। কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় প্রায় এক হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। এর জেরে অফিসে যাতায়াতে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















