কাশ্মীরী উদ্বাস্তুদের নিয়ে সেমিনারে ‘না’, ক্ষুব্ধ প্রাক্তন সেনাকর্তারা
কলকাতা: ‘কাশ্মীর ও বালুচিস্তানের উদ্বাস্তুদের’ নিয়ে কলকাতায় ৭ জানুয়ারি নির্ধারিত এক সেমিনারে আপত্তি ওঠায় ক্ষুব্ধ দেশের প্রাক্তন সেনাকর্তারা। ‘স্বাধিকার বাংলা ফাউন্ডেশন’ নামে এক সংগঠন শহরের একটি নামী ক্লাবে ওই সেমিনারের আয়োজন করেছিল। ‘কাশ্মীর ও বালুচিস্তানের জনগণের যন্ত্রণা এবং গোটা দুনিয়ার যা জানা উচিত’ শিরোনামে ওই সেমিনার হওয়ার কথা ছিল। কিন্তু স্রেফ ‘কাশ্মীরী উদ্বাস্তু’ ও তাঁদের অবস্থার উল্লেখ থাকার কারণ দেখিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
সেমিনারের আয়োজক কর্নেল (অবসরপ্রাপ্ত) দীপ্তাংশু চৌধুরি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আচমকা সংশ্লিষ্ট ক্লাবটি জানায়, বিষয়সূচি থেকে 'কাশ্মীর' বাদ দিতে হবে। পাশাপাশি কট্টর পাকিস্তান-বিরোধী বলে পরিচিত সেমিনারের দুজন বক্তাকেও ডাকা চলবে না। আমরা বলি, এটা আমরা করতে পারব না। তখন ক্লাব জানিয়ে দেয়, যেহেতু বিষয়বস্তু কাশ্মীর, তাই পুলিশ সেমিনারের অনুমতি দিতে নারাজ। পুলিশের আশঙ্কা, এ ধরনের সেমিনারে শহরে সমস্যা হতে পারে।
এরই নিন্দা করে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জি ডি বক্সি বলেছেন, কাশ্মীর, বালুচিস্তান নিয়ে সেমিনার ও আলোচনায় নিষেধ চাপিয়ে কী বার্তা দেওয়া হচ্ছে! এটা তো পাকিস্তানে হয়। এভাবে তো আইএসআই, পাকিস্তান সরকারের এজেন্ডাই পুষ্ট করা হচ্ছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কী করে ভারতের মতো মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকা দেশে কাশ্মীর নিয়ে আলোচনা আটকে দেওয়া যায়? প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরি বলেন, বালুচিস্তান, কাশ্মীর প্রসঙ্গ থাকায় আলোচনা বন্ধ করে দেওয়া হল, এটা হাস্যকর। এটা হওয়া কাম্য নয়।
তিনি উদ্যোক্তাদের সংশ্লিষ্ট ক্লাবটির বিরুদ্ধে মতপ্রকাশের মৌলিক অধিকার খর্ব করার অভিযোগে আইনি ব্যবস্থা নিতে সেমিনারের আয়োজকদের পরামর্শ দিয়েছেন বলেও জানান বক্সি।