এক্সপ্লোর
তপসিয়ায় বেআইনি গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ আগুন, মৃত ৩

কলকাতা: তপসিয়ার ক্রিস্টোফার রোডে বেআইনি গুদামে আগুন। গুদাম মালিক-সহ ৩ জনের মৃত্যু। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এবং কাটা তেলের ব্যবসা চলত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গুদামের সামনে ছিল আটাকল, আর পিছনে চলত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এবং কাটা তেলের ব্যবসা। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা। হঠাৎই আগুন লেগে যায় গুদামে। মজুত থাকা একের পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা দল। ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা গুদাম। বেশকিছুক্ষণের চেষ্টায় গুদাম থেকে কয়েকজনের দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেআইনি কারবার চলত গুদামে। তার জেরেই এই অগ্নিকাণ্ড। গুদামে যে বেআইনি কারবার চলত, তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিধায়কও। ঘটনাস্থলে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িও উদ্ধার হয়েছে। এতে করেই গুদামে কাটা তেল আনা হত বলে অভিযোগ এলাকাবাসীর। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড? প্রাথমিকভাবে দমকলের অনুমান, গুদামের ভিতরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কোনওভাবে আগুনের ফুলকি ছিটকে আসে। সেই থেকেই অগ্নিকাণ্ড। আর গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেল মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গুদামে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে দমকল। কিন্তু, কীভাবে পুলিশের নজর এড়িয়ে চলছিল বেআইনি কারবার? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















