এক্সপ্লোর
দিল্লি থেকে গ্রেফতার জেসপের মালিক পবন রুইয়া

কলকাতা: গ্রেফতার পবন রুইয়া। রেলের অভিযোগের ভিত্তিতে দিল্লির সুন্দরপুর থানা এলাকা থেকে জেসপ সংস্থার কর্ণধারকে গ্রেফতার করেছে সিআইডি। আজই তাঁকে কলকাতায় আনা হবে। দীর্ঘদিন ধরে জেসপের বিভিন্ন কারখানায় চুরির ঘটনা ঘটছে। এবছরের ১০ ও ১৭ অক্টোবর এক সপ্তাহের ব্যবধানে দু'-দু'বার আগুন লাগে জেসপ কারখানায়। অন্তর্ঘাত সন্দেহে তদন্তে নামে সিআইডি। সেসময় রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেন রেলওয়ে স্টোর ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর। বলা হয়, কয়েক বছর আগে, রেল জেসপকে ৫০ কোটি টাকার জিনিস সরবরাহ করে। সেগুলি আছে, নাকি চুরি হয়েছে, জানতে চায় রেল কর্তৃপক্ষ। ওই চিঠির ভিত্তিতে সিআইডির গোয়েন্দাদের সঙ্গে নিয়ে ৪ নভেম্বর দমদমের বন্ধ কারখানা চত্বর পরিদর্শনে যায় রেলের প্রতিনিধি দল। এরপরই পবন রুইয়ার বিরুদ্ধে মামলা রুজু করে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য জেসপ কর্ণধারকে বারেবারে ডেকে পাঠানো হয় ভবানী ভবনে। কিন্তু তলব এড়িয়ে যান পবন রুইয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার
ক্রিকেট






















