এক্সপ্লোর
চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২ মহিলা সহ ৩

কলকাতা: চাকরি দেওয়ার টোপ দিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। সল্টলেক থেকে তিনজনকে গ্রেফতার করল বিধাননগর কমিশানারেটের গোয়েন্দা বিভাগ। চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে সল্টলেক থেকে গ্রেফতার ৩। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে ডিএইচ ব্লকে অফিস খুলে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক প্রশিক্ষণ দিত একটি সংস্থা। তিনমাসের কোর্সের জন্য বেকার যুবক-যুবতীদের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হত। ২৫-৩০ কর্মপ্রার্থীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিল সংস্থাটি। কিন্তু দীর্ঘদিন সময় পেরিয়ে গেলেও, চাকরি না পেয়ে পুলিশের অভিযোগ করেন কর্মপ্রার্থীরা। সংস্থার দুই ডিরেক্টর দীপ অধিকারী ও রেশমী কুমারী এবং এইচআর নিমিরা বেগমকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের মধ্যে দীপ ও রেশমীর দমদমের বাসিন্দা। আর নিমিরা থাকতেন সল্টলেকে সংস্থার দফতরেই। রবিবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। দীপ অধিকারীকে ৩ দিনের পুলিশি হেফাজত দিয়েছেন বিচারক। রেশমী কুমারী ও নিমিরা বেগমের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















