এক্সপ্লোর
ধুতি পরে ঢুকতে বাধা, শপিং মলে পোশাক-বিতর্ক

ছবি সৌজন্যে ফেসবুক
কলকাতা: পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর পর এবার বেকবাগানের কোয়েস্ট মলে পোশাক বিতর্ক। ধুতি পরায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আমেরিকাবাসী পরিচালক আশিস অভিকুন্তকের দাবি, শনিবার সন্ধেয় তিনি বন্ধুদের সঙ্গে কোয়েস্ট মলে শপিং করতে যান। কিন্তু, ধুতি পরে থাকায় শপিং মলের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতে বাধা দেন। আশিসের দাবি, কলকাতার বুকে ধুতি পরায় কাউকে শপিং মলে ঢুকতে দেওয়া হবে না এটা তিনি ভাবতেও পারেননি। এ নিয়ে শপিং মলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের কার্যত তরজা বেধে যায়। শেষমেশ আশিসের পরিচয় জানার পর তাঁকে শপিং মলে ঢুকতে দেওয়া হয়। কোয়েস্ট মল কর্তৃপক্ষের অবশ্য দাবি, তাদের মলে কোনও পোশাক বিধি নেই। আশিসকে আটকানোর অভিযোগও মানতে নারাজ তারা। গত বছরের সেপ্টেম্বরে পোশাক-বিতর্কে নাম জড়ায় পার্ক স্ট্রিটের একটি অভিজাত রেস্তোরাঁর। এক মহিলা অভিযোগ করেন, ভাল পোশাক না পরায় তাঁর গাড়ির চালককে খাবার দিতে অস্বীকার করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই ঘটনা ঘিরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে সমালোচনার ঝড় আছড়ে পড়ে। এরপর ফের পোশাক বিতর্ক শপিং মলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















