এক্সপ্লোর
Advertisement
আজ বামেদের লালবাজার অভিযান, যানজটের আশঙ্কা, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ
কলকাতা: কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে সোমবারই বামেদের বিক্ষোভে ধুন্ধুমার বাধে বিভিন্ন জেলায়। এই প্রেক্ষাপটে বুধবার বামেদের লালবাজার অভিযান ঘিরে সিঁদুরে মেঘ দেখছে পুলিশ!
পরিকল্পনা অনুযায়ী, বুধবার বিকেলে ৫টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন বাম কর্মীরা।এরপর গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে মিছিল এগোবে লালবাজারের উদ্দেশে।
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বামেরা।
বুধবার বিকেলের এই কর্মসূচি ঘিরে ধুন্ধুমারের আশঙ্কা রয়েছে পুরোমাত্রায়। বামেদের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, যেখানেই পুলিশ বাধা দেবে, সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাবেন বাম কর্মীরা।
সন্ধের মুখে বামেদের মিছিল ঘিরে প্রবল যানজটেরও আশঙ্কা রয়েছে। যার জেরে দুর্ভোগের মুখে পড়তে হতে পারে অফিস ফেরত মানুষকে। তাই প্রস্তুতি নিচ্ছে পুলিশও। সূত্রের খবর,
গণেশচন্দ্র অ্যাভিনিউ এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে বামেদের মিছিলকে আটকে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পুলিশ।
২০১৫-র পয়লা অক্টোবর, বামেদের লালবাজার অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ডালহৌসি চত্বর। মিছিল আটকাতে লাঠি চালিয়েছিল পুলিশ...জখম হন বহু বাম নেতা, কর্মী ও সমর্থক।
গত ২২ মে বামেদের নবান্ন অভিযানেও ব্যাপক অশান্তি হয়।
আজ কীভাবে পরিস্থিতি সামলাবে পুলিশ, সেদিকেই তাকিয়ে সব মহল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement