ভর্তুকির রান্নার গ্যাসের দামবৃদ্ধি: শুধু টাকাই চেনে ওরা, বিজেপিকে তোপ মমতার
কলকাতা ও নয়াদিল্লি: ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতিমাসে বাড়ানোর সিদ্ধান্তের প্রেক্ষিতে কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলনেত্রী জানান, জনসাধারণের কাছে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, সবকটি থেকেই তারা সরে আসছে। তাঁর অভিযোগ, গেরুয়া শিবির মানুষের চিন্তা করে না।
এদিন টুইটারে মমতা লেখেন, প্রথমে বিজেপি প্রতিশ্রুতি দেয়। তারপর তা থেকে সরে আসে। ওরা শুধু টাকাটাই বোঝে। সমাজের প্রতি বিজেপির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বলেন, কী করে বিজেপি সামাজিক কর্তব্য থেকে সরে আসে? সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা কোথায় গেল?
https://twitter.com/MamataOfficial/status/891979628063080448 https://twitter.com/MamataOfficial/status/891979676108832768 https://twitter.com/MamataOfficial/status/891979712838254592মমতা জানান, এই পরিস্থিতিতে তিনি সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত। তৃণমূলনেত্রী বলেন, আমি সাধারণ মানুষের কথা ভাবছি। প্রথমে এলপিজি থেকে ভর্তুকি তুলে দেওয়া হল। এখন আবার। বিজেপি মানুষের কথা ভাবে না।
সিপিএমের অভিযোগ, মোদি সরকার গরিব-মধ্যবিত্তকে ভাতে মারতে চাইছে। বামফ্রন্ট পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, গরিব-মধ্যবিত্তের উপর চাপ বাড়াচ্ছে। আদানি-অম্বানীদের সুবিধা করছে। এই কি আচ্ছে দিন?
প্রসঙ্গত, এদিন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতিমাসে ৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। এদিন লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, আগামী মার্চ মাসের মধ্যে রান্নার গ্যাসে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়া হবে।
সমস্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার বলেছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসে সিলিন্ডার পিছু চার টাকা করে বাড়াতে। ৩০ মে জারি করা সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ১ জুন থেকে এই বর্ধিত দাম নিতে।
এটা ততদিন নেওয়া হবে যতদিন না সরকারের ভর্তুকির পরিমাণ শূন্য হয়ে যায়। এর জন্য সর্বোচ্চ সময়সীমা আগামী বছর মার্চ মাস। অর্থাৎ, সরকার আর কোনও ভর্তুকি দেবে না। গোটাটাই কিনতে হবে বাজার দরে।