এক্সপ্লোর
Advertisement
সোমবারই কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগ দিচ্ছেন মানস ভুঁইয়া
কলকাতা: হাজারো জল্পনার অবসান। প্রত্যাশা মতোই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মানস ভুঁইয়া।
সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে, সোমবার শাসক দলে নাম লেখাচ্ছেন সবংয়ের কংগ্রেস বিধায়ক। ওই দিন তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতারা। মানস ভুঁইয়া চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হতে তৃণমূলের পতাকা তুলে দিন। কিন্তু, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, দলবদলের আগে, নবান্নে মমতার সঙ্গে মানসের দেখা করার সম্ভাবনা রয়েছে।
মানসের সঙ্গে তৃণমূলে যোগ দিচ্ছেন এআইসিসির দুই সদস্য তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, অজয় ঘোষ এবং মনোজ পাণ্ডে, প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান খালেদ এবাদুল্লা, অন্যতম সাধারণ সম্পাদক, কণক দেবনাথ-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা। মানস ভুঁইয়ার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে অনেক দিন ধরেই জল্পনা তুঙ্গে। এ দিন তা আরও জোরাল করেন সবংয়ের বিধায়ক নিজেই। এদিন মানস বলেন, কত দিন দল করা যাবে জানি না।
দলের অমতে পিএসি চেয়ারম্যান পদ গ্রহণের পর থেকেই মানস নিয়ে কংগ্রেসের অন্দরে অশান্তি তুঙ্গে। অধীর-মান্নানদের চাপে ক্রমশ তিনি দলে কোণঠাসা হচ্ছিলেন। এর পাশাপাশি, সবংয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায়, মাস দুয়েক আগে, মানসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেন মানস। এতে জল্পনা তৈরি হয়। তারপর একাধিকবার মানসের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর প্রশংসা। অধীর-মান্নানের পাশাপাশি একধাপ এগিয়ে এ দিন মানস নিশানা করেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক সিপি জোশীকেও। এর আগে একাধিকবার অবশ্য কংগ্রেস না ছাড়ার কথা জোরালো গলায় বলেছিলেন মানস ভুঁইয়া।
এ হেন মানস ভুঁইয়ার তৃণমূলে যোগ দিলে তা কংগ্রেসের কাছে বড় ধাক্কা। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই যখন কংগ্রেসে ভাঙন অব্যাহত। এমনকি, মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দূর্গও ধসে গিয়েছে। এই প্রেক্ষাপটে, মানস ভুঁইয়া কংগ্রেস ছাড়লে তা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নেতৃত্বকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement