এক্সপ্লোর
বালিগঞ্জ সার্কুলার রোডে নির্মীয়মাণ আবাসনে ৯ তলা থেকে লিফটের গর্তে পড়ে প্রৌঢ়ের রহস্যমৃত্যু

বালিগঞ্জ: বালিগঞ্জ সার্কুলার রোডে নির্মীয়মাণ সরকারি আবাসনে এক প্রৌঢ়ের রহস্যমৃত্যু। ন'তলা থেকে লিফটের গর্তের মধ্যে পড়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ সূত্রে খবর, গৌতম শিকদার নামে বছর ৫৪-র ওই প্রৌঢ় আবাসনে কাঠের কাজ করছিলেন। সকালে তিনি আচমকাই উধাও হয়ে যাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর লিফটের ফাঁকা গর্ত থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















