এক্সপ্লোর
নিউটাউনে চলন্ত বাসে নাবালিকার ‘শ্লীলতাহানি’

কলকাতা: শহরে ফের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। ফের ‘শিকার’ নাবালিকা। ঘটনাস্থল বিধাননগর কমিশনারেটের নিউটাউন। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় এক আত্মীয়ের সঙ্গে করুণাময়ী-রাজচন্দ্রপুর রুটের বাসে ওঠে নির্যাতিতা। অভিযোগ, নির্দিষ্ট জায়গায় না নামিয়ে গতি বাড়িয়ে কিছুটা এগিয়ে যায় বাসটি। কন্ডাক্টরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। ওই সময় গাড়ি থামিয়ে এগিয়ে আসেন চালক। অভিযোগ, কন্ডাক্টর ও চালক শ্লীলতাহানির করে নাবালিকাকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাস থেকে পড়ে গিয়ে আহত হয় নির্যাতিতা। রাতেই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চালকের নাম খোকন মোল্লা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানা এলাকায়। কন্ডাক্টর কৈলাশ মণ্ডল বসিরহাটের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















