এক্সপ্লোর
নারদকাণ্ড: এবার লালবাজারে তলব কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদকে
![নারদকাণ্ড: এবার লালবাজারে তলব কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদকে Narada Case Kolkata Dy Mayor Iqbal Ahmd Summoned By Sit নারদকাণ্ড: এবার লালবাজারে তলব কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/18150714/narada-iqbal-summon--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আইপিএস এসএমএইচ মির্জার পর এবার তদন্তের মুখে পড়তে চলেছেন খানাকুলের তৃণমূল বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ! লালবাজারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটায় ইকবাল আহমেদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জেরা করবেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা।
নারদ নিউজের স্টিং অপারেশনের এই ফুটেজে দেখা ইকবালকেও দেখা গিয়েছিল....লালবাজার সূত্রে খবর, গোটা ঘটনায় তৃণমূল বিধায়ক ইকবালের কী ভূমিকা ছিল, তা জানতে চাইবেন তদন্তকারীরা। রেকর্ড করা হবে তাঁর বয়ান।
নারদ নিউজের স্টিং ফুটেজ অনুযায়ী, তাতে দেখা গিয়েছিল আইপিএস অফিসার এসএমএইচ মির্জার ছবি। বর্ধমানের তদানীন্তন পুলিশ সুপারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। গত বুধ ও বৃহস্পতিবার মির্জাকে লালবাজারে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিট। লালবাজার সূত্রে দাবি, মির্জাকে জেরা করেই তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের নাম উঠে এসেছে। সে কারণেই তাঁকে তলবের সিদ্ধান্ত।
গত বিধানসভা নির্বাচনের আগে সামনে আসে নারদ নিউজের স্টিং অপারেশনের এই ফুটেজ। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভোটের সময় এই ছবি প্রকাশ্যে আসার পর তদন্তের দাবি তোলে বিরোধীরা। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই স্টিংকাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা সিট গড়েন মুখ্যমন্ত্রী।
সেই তদন্তকারীদের দলের প্রশ্নের মুখে পড়তে চলেছেন খানাকুলের তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ। পুলিশ সূত্রে আরও খবর, ইকবালকে জিজ্ঞাসাবাদ করে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের বয়ান রেকর্ড করার জন্য লালবাজারে ডাকা হতে হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)