নারদ: অপরূপাকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর, ২ সপ্তাহ সময় চাইলেন সৌগত
কলকাতা: নারদকাণ্ডে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড। আজ সিবিআই দফতরে হাজিরা দিলেন না সৌগত। ২ সপ্তাহ সময় চাইলেন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ হুগলির রিষড়ায় অপরূপা পোদ্দারের বাড়িতে যান সিবিআইয়ের ২ অফিসার। সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা জানতে চান, কেন তিনি টাকা নিয়েছিলেন? টাকা নেওয়ার সময় কারা উপস্থিত ছিলেন? টাকার বিনিময়ে কি কোনও সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন? সিবিআই সূত্রে খবর, সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পাশাপাশি রেকর্ড করা হয় তৃণমূল সাংসদের বয়ান। সিবিআই সূত্রে দাবি, তৃণমূল সাংসদ স্বীকার করেছেন, তিনি অনুদান হিসেবে ওই টাকা নিয়েছিলেন। যদিও এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তদন্তকারীরা। অন্যদিকে, নারদ তদন্তে আরেক তৃণমূল সাংসদ সৌগত রায়কে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কাজ থাকায় এদিন যাবেন না বলে সিবিআই-কে ইমেল করেছেন তৃণমূল সাংসদ। চেয়েছেন ২ সপ্তাহ সময়। সিবিআই সূত্রে খবর, ২ সপ্তাহ সময় দেওয়া হবে না সৌগত রায়কে। ডাকা হতে পারে আগামী সপ্তাহেই।