পাছে তৃণমূলে যান ওঁরাও, চেতলায় অমিতের ঘুরে যাওয়া বাড়িগুলিতে ছুটে গেলেন লকেট, কটাক্ষ তৃণমূলের
কলকাতা: আফটার শকের মতো এ যেন নকশালবাড়ির আফটার এফেক্ট! মাহালি দম্পতি তৃণমূলে যোগ দেওয়ার পরদিনই লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভবানীপুরে ছুটে গেল বিজেপির প্রতিনিধি দল। বেছে বেছে ঢুঁ মারল সেই বাড়িগুলিতে, যেখানে গিয়েছিলেন অমিত শাহ। পর্যবেক্ষকদের একাংশের মতে, যে মাহালি দম্পতির বাড়িতে অমিত শাহ মধ্যাহ্নভোজ সারেন, তাঁদের দলে টেনে বিজেপিকে যথেষ্ট অস্বস্তির মুখে ফেলে দিয়েছে তৃণমূল। এর পুনরাবৃত্তি রুখতেই এখন তৎপর রাজ্য বিজেপি নেতারা। তাই ভবানীপুরে এই কর্মসূচি। গত বুধবার মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের চেতলা লক গেট এলাকায় যান অমিত শাহ। কোথাও খান প্রসাদী ফল, কোথাও খান লস্যি। এদিন লকেট চট্টোপাধ্যায়ও সেই ভোটারদের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কাটান। একজনের বাড়িতে খান আম, মিষ্টি। নিজে খাওয়ার ফাঁকে পরিবারের সদস্যদেরও খাইয়ে দেন। সেই সঙ্গে বারবার জেনে নেওয়ার চেষ্টা করেন এই মানুষগুলির মনোভাব। এদিন বিজেপি নেত্রী বলেন, আগেই বলেছিলাম আসব। তাই এলাম খোঁজখবর নিতে। তৃণমূল ভয় দেখিয়ে দল বদল করিয়েছে। মনের পরিবর্তন করাতে পারেনি। পাল্টা কটাক্ষের সুরে তৃণমূল বলছে, পাহারা দিয়ে কি আর কাউকে ধরে রাখা যায়? যার যাওয়ার সে তো যাবেই! নকশালবাড়ির মাহাতি দম্পতি হাতছাড়া হয়েছে। তড়িঘড়ি ভবানীপুরে ভাঙন রুখতে ছুটে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। রাজারহাটেও তো গিয়েছিলেন অমিত শাহ! সেই পরিবারগুলি কী বলছে? জানতে চাওয়া হলে তাঁরা জানান আছেন। যদিওস, কে কার সঙ্গে আছে, আসল উত্তর দেবে ভোটযন্ত্র।