এক্সপ্লোর
Advertisement
যাদবপুরের বিধি-বিতর্কের দায় সরকারের, দায়িত্ব নিল না রাজভবন
কলকাতা: যাদবপুরের বিধি-বিতর্কে দায়িত্ব নিল না রাজভবন। সরকারের ঘাড়েই সরাসরি দায় চাপালেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের হাতেই ছাড়লেন সিদ্ধান্ত নেওয়ার ভার। রাজ্যপালের মন্তব্যের ওপর কোনও কথা বলব না, প্রতিক্রিয়া পার্থর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিধি-বিতর্কে সরাসরি রাজ্য সরকারের ঘাড়েই দায় চাপাল রাজভবন। আচার্য স্পষ্ট বুঝিয়ে দিলেন, বিধির বিতর্কিত অংশ নিয়ে রাজভবনের কোনও ভূমিকাই নেই। পাশাপাশি, বিষয়টি নিয়ে সিদ্ধান্তের ভার বিশ্ববিদ্যালয়ের ওপরই ছেড়েছেন রাজ্যপাল।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বছর তিনেক আগে বিধির খসড়া পাঠানো হয় আচার্যের সচিবের কাছে। সম্প্রতি কিছু সংযোজন সহ সেই বিধি সেখান থেকেই ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়ে। সেই বিধির কয়েকটি ধারা নিয়ে যখন জোর বিতর্ক, তখন তার দায় নিতেই চাইলেন না আচার্য। এবিষয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, রাজ্যপালের মন্তব্যের ওপর কোনও মন্তব্য করব না।
বিশ্ববিদ্যালয়ের নয়া বিধি অনুযায়ী, রাজ্য সরকারের নীতি সম্পর্কে সংবাদমাধ্যমে অনৈতিক প্রচার করলে, তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কারও এমন আচরণ দেখে, যা সরকার ও প্রতিষ্ঠানের পক্ষে ক্ষতিকারক, তাও শৃঙ্খলাভঙ্গের সামিল। এমনকী শাস্তির বিধানও রয়েছে বিধিতে। যেমন, অভিযুক্তকে ভর্ত্সনা করা হতে পারে, তাঁর বেতনবৃদ্ধি বা পদোন্নতি আটকে দেওয়া হতে পারে। নির্দিষ্ট সময়ের জন্য পদাবনতি, কম্পালসরি রিটায়ারমেন্ট, চাকরি থেকে ছাঁটাই, এমনকী, বরখাস্ত পর্যন্ত করা হতে পারে।
সংশোধিত এই বিধি প্রকাশ্যে আসার পর তুমুল বিতর্ক শুরু হয় শিক্ষা মহলে।
ধারণা হয়, রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতেই উচ্চ শিক্ষা দফতর এই বিতর্কিত অংশ সংযোজন করে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন আচার্য স্বয়ং। পরিস্থিতি যা, তাতে এখন এই বিতর্কের বল শিক্ষামন্ত্রীর কোর্টে।
যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তরফে পাল্টা প্রশ্ন তোলা হয়েছে, বিধি তো পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে, সেখানে সরকার মতামত দেয় কী করে? বিষয়টি নিয়ে সরগরম যাদবরপুর। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শুক্রবার বৈঠকে বসছে জুটা। ১৬ তারিখ কর্মবিরতির ডাক দিয়েছে আর এক অধ্যাপক-সংগঠন অ্যাবুটা। পরিস্থিতি যা, ফের একবার সম্মুখ সমরে যাদবপুর ও সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement