এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
হাসপাতালের বিছানা থেকে পড়ে রোগীর মৃত্যু, ধুন্ধুমার এম আর বাঙুরে
কলকাতা: চিকিত্সায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের শয্যা থেকে পড়ে রোগী মৃত্যুর অভিযোগ। ওয়ার্ডে ঢুকে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আতঙ্কিত হয়ে পড়েন অন্য রোগীরা।
শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হন টালিগঞ্জের বাসিন্দা আলমারা বিবি। পরিবারের দাবি, একটি শয্যায় তিনজন রোগী ছিলেন। অভিযোগ, কর্তব্যরত নার্সকে বারবার অনুরোধ করেও, অক্সিজেনের ব্যবস্থা করা যায়নি। সকালে আচমকাই শয্যা থেকে পড়ে যান বছর ৪৫-এর আলমারা বিবি। তারপর অন্য রোগীদের সাহায্যে ফের তাঁকে বিছানায় তোলা হয়।
তারপর চিকিত্সকরা তাঁকে সেখানে এসে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ওয়ার্ডে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। রোগীর আত্মীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement