ফের জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি, কলকাতায় ৮০ টাকা পেরলো ডিজেলের দাম
এ নিয়ে গত ২৭ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি আড়াই টাকা। একইসঙ্গে গত ২৭ দিনে ২ টাকা ৬৪ পয়সা বেড়েছে লিটার প্রতি ডিজেলের দাম। মাসখানেক ধরে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের রেকর্ড গড়ল জ্বালানির দাম। আজ, বুধবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে হল ৮৭ টাকা ৬৯ পয়সা। অন্যদিকে, কলকাতায় আজ, বুধবার লিটার প্রতি ডিজেলের দাম ২৫ পয়সা বেড়ে হয়েছে ৮০ টাকা ৮ পয়সা। এ নিয়ে গত ২৭ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি আড়াই টাকা। একইসঙ্গে গত ২৭ দিনে ২ টাকা ৬৪ পয়সা বেড়েছে লিটার প্রতি ডিজেলের দাম। মাসখানেক ধরে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।
হু হু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। রাশিয়ান পোল ভল্টার সের্গেই বুবকা যেমন বারেবারে নিজের রেকর্ড ভেঙেছেন তেমনই পেট্রোল এবং ডিজেলের দাম বারবার করে নিজের রেকর্ড ভেঙে চলেছে। আজ, বুধবার কলকাতায় পেট্রোলের দাম ৮৭ টাকা ৬৯ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৮ পয়সা। গতকাল, মঙ্গলবারের তুলনায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা। পয়লা জানুয়ারি থেকে ২৭ তারিখ পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৬৪ পয়সা প্রতি লিটার। এর আগে বারবার দেখা গিয়েছে ডিজেলের দামের বৃদ্ধি পেট্রোলের দামের বৃদ্ধিকে ছাপিয়ে গিয়েছে। আর এভাবেই ক্রমশ পেট্রোল এবং ডিজেলের দামের ফারাক কমে আসছে। ডিজেলের দাম যেহেতু সার্বিক পণ্য পরিবহণের ওপর প্রভাব ফেলে, তাই ডিজেলের দাম ৮০ টাকায় পৌঁছে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ।
দেখে নিন কোন শহরে কত পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৮৬.৩৫ টাকা, ডিজেল ৭৬.৪৮ টাকা মুম্বই- পেট্রোল ৯২.৮৬ টাকা, ডিজেল ৮৩.৩০ টাকা কলকাতা- পেট্রোল ৮৭.৬৯ টাকা, ডিজেল ৮০.০৮ টাকা চেন্নাই- পেট্রোল ৮৮.৮২ টাকা, ডিজেল ৮১.৭১ টাকা নয়ডা- পেট্রোল ৮৫.৬৭ টাকা, ডিজেল ৭৬.৯৩ টাকা রাঁচি- পেট্রোল ৮৪.৮০ টাকা, ডিজেল ৮০.৯১ টাকা বেঙ্গালুরু- পেট্রোল ৮৯.২১ টাকা, ডিজেল ৮১.১০ টাকা পটনা- পেট্রোল ৮৮.৭৮ টাকা, ডিজেল ৮১.৬৫ টাকা লখনউ- পেট্রোল ৮৫.৫৯ টাকা, ডিজেল ৭৬.৮৫ টাকা