শুধু 'ভাষণ'ই দিচ্ছেন 'মোদীবাবু', সমাধান নেই! কটাক্ষ মমতার
কলকাতা: প্রধানমন্ত্রীকে 'মোদীবাবু' বলে কটাক্ষ করে ফের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গুজরাতের বানসকান্থায় শনিবার কৃষক সমাবেশে নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি নোট বাতিলে মানুষের ভোগান্তি হওয়ার কথা কার্যত মেনে নিয়ে ৫০দিন বাদে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে জানান। তারপরই ট্যুইট করে ব্যঙ্গের সুরে মুখ্যমন্ত্রী বলেন, মোদীবাবু জানেন, #নোট বাতিলের পদক্ষেপ এখন বেলাইন হয়ে পড়েছে। কিন্তু শুধু ভাষণই দিচ্ছেন উনি, কোনও সমাধান নেই ওনার কাছে।
Modi babu knows that #DeMonetisation now derailed. Except giving bhashan, he has no solution
— Mamata Banerjee (@MamataOfficial) December 10, 2016
গত বৃহস্পতিবার মমতা দাবি করেছিলেন, নোট বাতিলের জেরে দেশে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। এর দায় নিয়ে ইস্তফা দিন মোদী। প্রধানমন্ত্রী পদে চালিয়ে যাওয়ার কোনও 'নৈতিক অধিকার' আর নেই তাঁর। নোট বাতিলের সিদ্ধান্তে দেশের অগ্রগতি, ব্যবসা-লেনদেন মার খাচ্ছে বলে অভিযোগ করে মমতা এও বলেন, প্রধানমন্ত্রী কাউকে 'বিশ্বাস করেন না', কীসে দেশের ভাল, সেটাও 'বোঝেন না'।