এক্সপ্লোর
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ২৫ শে মিছিলে বামেদের ডাক অধীরের, মমতা দুষলেন কেন্দ্রকেই

কলকাতা: মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। মমতা-সরকারের সমালোচনায় বিরোধীরা। ২৫ জুন মিছিলের ডাক অধীর চৌধুরীর। জোট-বার্তা দিয়ে আমন্ত্রণ জানালেন সূর্যকান্ত মিশ্রকে। অন্যদিকে, মূল্যবৃদ্ধির জন্য মোদী সরকারকে দায়ী করে বিরোধীদের ভূমিকার সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির আঁচ। রান্নাঘর ছাড়িয়ে রাজনীতিতে। একদিকে সরব মুখ্যমন্ত্রী। অন্যদিকে, মিছিলের ডাক কংগ্রেসের। শনিবার, নেতাজি ইন্ডোরে, দলের কর্মিসভা থেকে সুর চড়ান তৃণমূলনেত্রী। তাঁর দাবি, মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র। অথচ, বিরোধীরা এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনীতি শুরু করেছে। সিপিএম-কংগ্রেস অবশ্য কেন্দ্র-রাজ্যকে দুপক্ষকেই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছে। এর প্রতিবাদে আগামী শনিবার, রামলীলা পার্ক থেকে মেয়ো রোডের গাঁধী মূর্তি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, মূল্যবৃদ্ধিতে রাশ টানতে রাজ্য সরকার ব্যর্থ। জোট-বার্তা দিয়ে ২৫ তারিখের মিছিলে যোগ দিতে সিপিএমের রাজ্য সম্পাদককে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মূল্যবৃদ্ধির আঁচ একেবারে রান্নাঘরে গিয়ে পড়ে। এরকম একটি হাতে-গরম ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় নেমে সংগঠনকে চাঙ্গা করতে চায় বিরোধীরা। আবার, এই ইস্যুতে একযোগে কেন্দ্র ও বিরোধীদের আক্রমণ করে পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















