এক্সপ্লোর
Advertisement
নিম্নচাপের বৃষ্টিতে ভাসল কলকাতা, দুর্ভোগ-যানজট
কলকাতা: ঘুমচোখে দরজা খুলেই বৃষ্টি দেখেছে কলকাতা। বেলা যত গড়িয়েছে, ততই বেড়েছে দুর্ভোগ। জমা জল আর যানজটে দিনভর নাকাল শহরবাসী। উত্তর থেকে দক্ষিণ-- শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে রাজ্যের পশ্চিমাংশের ওপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা।
যার জেরে দক্ষিণ বঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ২৪ ঘণ্টা পর ভারী বৃষ্টি কিছুটা কমলেও বৃষ্টি চলবে আরও ৪৮ ঘণ্টা। তারপর, মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে যাবে উত্তর দিকে। তার জেরে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে শহরজুড়ে দেখা জেয় তীব্র যানজট। কসবা থেকে বালিঞ্জ, আমহার্স্ট্রিট থেকে মহাত্মাগাঁধী রোড-- সব জায়গায় এক ছবি।
সেন্ট্রাল অ্যাভিনিউ, বৌবাজার, ঠনঠনিয়ার পাশাপাশি পার্ক সার্কাস কানেক্টর, ইএম বাইপাস ও কসবা কানেক্টরেও প্রবল যানজট দেখা দেয়।
জমা জল ও যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement