রোজভ্যালির স্বর্ণবিপণীতে তল্লাশিতে ৫০ কোটির সোনা ও হিরের গয়না, গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত ইডি-র
কলকাতা: রোজভ্যালির বাগুইআটি ও হাওড়ার সোনার দোকানে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ইডি-র। তিনটি দোকান থেকে ৫০ কোটির সোনা ও হিরের গয়না সহ গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত। বুধবার বেলা ১২টা নাগাদ একসঙ্গে তল্লাশি শুরু হয় রোজভ্যালির বাগুইআটি, হাওড়া ও গড়িয়াহাটের সোনার শোরুমে। ২৭ ঘণ্টা তল্লাশি বাগুইআটির শোরুমে। ২৫ ঘণ্টা তল্লাশি হাওড়ায়। বাগুইআটির শোরুম থেকে ৩৬ টি বাক্স নিয়ে ইডি-র আধিকারিকরা বেরোন বৃহস্পতিবার দুপুরে। ইডি সূত্রে খবর, তিনটি দোকান থেকে ৯০ কেজি সোনা, প্রচুর হিরের গয়না সহ প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রায় ১৪২ কোটি টাকা খরচ করে রোজভ্যালির ৩টি সোনার দোকান খোলা হয়। অভিযোগ, জেলে যাওয়ার পরেও জেল থেকেই এই কাজ করেছেন গৌতম কুণ্ডু। তাঁকে সাহায্য করেছেন স্ত্রী শুভ্রা কুণ্ডু ও মিতা চৌধুরী নামে এক মহিলা। তদন্তকারীদের অনুমান, সোনার ব্যবসায় লাগানোর নাম করে অন্যত্রও সরানো হয়েছে কোটি কোটি টাকা। এ ব্যাপারে আরও তথ্য পেতে শুভ্রা ও মিতা- দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। অ্যাটাচ করা হবে বাগুইআটির দোকান।