এক্সপ্লোর
যাদবপুরে বিজেপির ‘দাদাগিরি’, হাজির রূপা গঙ্গোপাধ্যায়, এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর
![যাদবপুরে বিজেপির ‘দাদাগিরি’, হাজির রূপা গঙ্গোপাধ্যায়, এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর Rupa Ganguly With Bjp Supporters Reached At Ju Campus Fir Lodged On Abvp Supporters যাদবপুরে বিজেপির ‘দাদাগিরি’, হাজির রূপা গঙ্গোপাধ্যায়, এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/07003444/avbp-rupa-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিতর্কের কেন্দ্রে এবিভিপির উদ্যোগে দেখানো একটি সিনেমা। পাল্টা সিনেমা প্রদর্শন পড়ুয়াদের। ময়দানে বিজেপি। উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি করেছে এবিভিপির লোকজন। এই অভিযোগে, চারজন এবিভিপি সমর্থককে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনে আটকে রাখেন পড়ুয়ারা।
চার এবিভিপি সমর্থককে ক্যাম্পাসে আটকে রাখা হয়েছে, এই খবর পেয়েই সাঙ্গপাঙ্গদের নিয়ে এলাকায় হাজির হন হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
আটক চার সমর্থককে না ছাড়লে গেট টপকে ক্যাম্পাসে ঢোকারও হুমকি দেন। আটকদের মুক্তির দাবিতে যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে এবিভিপি।
শেষ পর্যন্ত উপাচার্যর মধ্যস্থতায় চার এবিভিপি সমর্থককে ক্যাম্পাস থেকে বের করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
এরপর উত্তেজনার পারদ আরও চড়ে। ব্যবস্থা না নিয়ে থানায় নিয়ে গিয়ে ধৃতদের ছেড়ে দিয়েছে পুলিশ, এই অভিযোগে ক্যাম্পাস থেকে থানার উদ্দেশে মিছিল শুরু করে পড়ুয়ারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে থানার সামনে গিয়ে বসে পড়েন পড়ুয়ারা। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
প্রশ্ন উঠছে, অনুমতি বাতিল করার পরেও কীভাবে ক্যাম্পাসে দেখানো হল ওই ছবি? কেন ক্যাম্পাসে এসে পরিস্থিতি আরও ঘোরাল করলেন বিজেপির নেতা-নেত্রীরা।
বিজেপির সাফাই, অনুমতি বাতিল করা হয়েছে , তা তাঁরা জানতেনই না।
যদিও উপাচার্যর দাবি, অনুমতি দেওয়াই হয়নি।
পড়ুয়াদের চাপের মুখে রাতে চার এবিভিপি সমর্থকের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার প্রতিবাদে শনিবার ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ছাত্রছাত্রীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)