সারদা: মাতঙ্গ সিংহের জামিনের আর্জি খারিজ হাইকোর্টে
কলকাতা: ফের প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়ে গেল সারদকাণ্ডে ধৃত মাতঙ্গ সিংহের জামিনের আবেদন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের এজলাসে জামিনের আবেদন জানান মাতঙ্গ সিংহ। শুনানির শুরুতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবী বলেন, মাতঙ্গ সিংহকে দীর্ঘদিন জিজ্ঞাসাবাদ করা হয়নি। অত্যন্ত অসুস্থ তিনি। একাধিক হাসপাতালে চিকিৎসা হয়েছে। তাঁর কাছে যা তথ্য ছিল, সিবিআইকে দিয়েছেন। তাই জামিন দেওয়া হোক। পাল্টা সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, মাতঙ্গ সিংহ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। হেফাজতে থাকাকালীন নিজের অডিটরকে হুমকি দিয়ে বলেছেন, তাঁর এবং সারদা সংক্রান্ত কোনও তথ্য যেন প্রকাশ্যে আনা না হয়। এবিষয়ে মাতঙ্গ সিংহের অডিটর সিবিআইকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। এরপর হাইকোর্টে সেই চিঠি পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর আরও দাবি, সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে বিতর্কিত ভিডিও ফুটেজ দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছেন মাতঙ্গ সিংহ। এই মুহূর্তে সিবিআই তদন্ত চলছে এবং তদন্তে অগ্রগতিও হয়েছে। তাই জামিন দেওয়া উচিত নয়। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, দু’পক্ষের বক্তব্য শুনে আদালতের মনে হয়েছে, মাতঙ্গ সিংহকে জামিন দেওয়া ঠিক হবে না। জামিনের আবেদন খারিজ করা হল। সারদা মামলায় ২০১৫ সালের ৩১ জানুয়ারি, গ্রেফতার করা হয় মাতঙ্গ সিংহকে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।