এক্সপ্লোর
Advertisement
নিউটাউনে অফিসের জিমে ট্রেড মিল থেকে পড়ে রহস্যমৃত্যু তথ্য-প্রযুক্তি কর্মীর, তদন্তে পুলিশ
কলকাতা: বাড়ি থেকে অফিস। অফিস থেকে বাড়ি। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ছুটছে সবাই। কিন্তু, শরীরটাও তো ঠিক রাখতে হবে। তাই অনেকেই জিমে গিয়ে শরীরচর্চা করেন। আর অফিসে যদি জিম থাকে তাহলে তো আর কথাই নেই। সেই জিমেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! নিউটাউনে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার জিমে শরীরচর্চা করার সময়ে মৃত্যু হল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের!
মৃতের নাম অমর এম। বয়স ২৪। বেঙ্গালুরুর বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন কলকাতায়।
রোজকার মতো শনিবার সকালে গিয়েছিলেন অফিসের জিমে। ঘড়িতে তখন সকাল সাড়ে ৭টা।
সহকর্মীদের দাবি, জিমে ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন অমর। আচমকাই টাল সামলাতে না পেরে পড়ে যান তথ্যপ্রযুক্তি কর্মী। পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। তারপর হাসপাতালে নিয়ে গেলে তথ্যপ্রযুক্তি কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে খবর, দেহে ২টি আঘাতের চিহ্ন মিলেছে। সম্ভবত ট্রেডমিলে পড়ে গিয়ে আঘাত লাগে বলে অনুমান তদন্তকারীদের। পাশাপাশি, আগে ওই যুবকের হার্টের অস্ত্রোপচার হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ।
মৃতের সহকর্মী ও অফিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে নিউটাউন থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement