এক্সপ্লোর
এবার দোলে চার দিন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। দোলে এবার ৪দিন ছুটি! পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য ২ মার্চ নির্ধারিত ছিল দোলের ছুটি। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছিল। সেই বিজ্ঞপ্তি খারিজ করে, নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর ১ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দোলের ছুটি। ২ মার্চ, শুক্রবার হোলির ছুটি। আর এমনিতেই শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকে রাজ্য সরকারি কর্মীদের। অর্থাৎ এবার পয়লা থেকে ৪ মার্চ পর্যন্ত টানা ৪দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















