এক্সপ্লোর
Advertisement
রাজাবাজার সায়েন্স কলেজে অধ্যাপককে চড় মারায় অভিযুক্ত ছাত্রনেতার আদালতে আত্মসমর্পণ, জামিন
কলকাতা: তিন শিক্ষা প্রতিষ্ঠান, দুই ছবি! কারমেল প্রাইমারি স্কুলে যৌন নিগ্রহে অভিযুক্ত শিক্ষককে অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগরে শ্লীলতাহানিতে অভিযুক্ত শিক্ষককে অভিযোগ দায়েরের এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, রাজাবাজার সায়েন্স কলেজে অধ্যাপককে চড় মারার ঘটনায় অভিযোগ দায়েরের প্রায় ২৪ ঘণ্টা পর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে নিলেন অভিযুক্ত ছাত্র।
রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভাস্করচন্দ্র দাসের অভিযোগ, বিভাগের পাস-ফেল সংক্রান্ত তথ্য জানিয়ে উপাচার্যকে চিঠি দেওয়ার জেরে মঙ্গলবার ছাত্রদের হাতে চড় খেতে হয়েছে তাঁকে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা গৌরব দত্ত মুস্তাফির দিকে। মঙ্গলবারের ঘটনা নিয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ জানান অধ্যাপক। কিন্তু, তারপরও তাঁকে গ্রেফতার করা হয়নি! উল্টে অভিযুক্ত ছাত্র শুক্রবার বিকেলে আদালতে আজির হয়ে আত্মসমর্পণ করে জামিন নিয়ে নেন।
অনেকেরই প্রশ্ন, তাহলে কি শাসক দলের ছাত্র সংগঠনের নেতা হওয়াতেই পুলিশ তাঁকে গ্রেফতারের পরিবর্তে আদালতে আত্মসমর্পণের সুযোগ করে দিল?
সম্প্রতি হুগলির রিষড়ার বিধান চন্দ্র কলেজে এক ছাত্রীকে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতাকেও এভাবেই গ্রেফতারের পরিবর্তে আত্মসমর্পণের সুযোগ করে দেওয়া হয়েছিল! এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।
অভিযুক্ত ছাত্রনেতা অবশ্য অধ্যাপককে চড় মারার অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement