এক্সপ্লোর
কলকাতার সঙ্গে ঠান্ডায় কাঁপছে জেলাগুলোও, কোথায় কত তাপমাত্রা জেনে নেব

কলকাতা: ঠান্ডায় কাঁপছে জেলাও। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬, শ্রীনিকেতনে ৬.৮। তীব্র কুয়াশায় বিপর্যস্ত যান চলাচল, বিঘ্নিত জনজীবন। পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে কলকাতার পারদ। প্রবল ঠাণ্ডায় জবুথবু জেলাবাসীও। একাধিক জেলায় পারদের পতন অব্যাহত। সোমবার বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দুর্গাপুর ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার জন্য ২ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। বিপর্যস্ত দুর্গাপুরের জনজীবন। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮। সকাল দশটা পর্যন্ত দৃশ্যমানতা ছিল প্রায় শূন্য। তার জেরে ব্যাহত হয় আসানসোল শিল্পাঞ্চলের যান চলাচল। মেদিনীপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ৯.৫ এবং ঝাড়গ্রামে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জবুথবু জঙ্গলমহল। বাঁকুড়ার পারদ নেমেছে ৮.৬ সেলসিয়াসে। ঠান্ডায় কাহিল জনজীবন। নদিয়ার কৃষ্ণনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮, বহরমপুর ৭ এবং পুরুলিয়ার ৭.৮। বীরভূমের শ্রীনিকেতনে আজ পারদ নেমেছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার কারণে রবিবারের তুলনায় কিছুটা বেড়েছে শ্রীনিকেতনের তাপমাত্রা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















