এক্সপ্লোর
রাতে কলকাতার রাস্তায় গাড়ি খারাপ, ১০০ ডায়ালে ফোন করেও মেলেনি সাহায্য, দেখেও দাঁড়ায়নি পুলিশ, অভিযোগ দুই টলি অভিনেত্রীর

কলকাতা: ডিসি ট্রাফিকের কাছে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানালেন টালিগঞ্জের দুই অভিনেত্রী। তাঁদের দাবি, ২৪ ডিসেম্বর রাতে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে, বারবার চেয়েও পুলিশের কোনও সাহায্য পাননি তাঁরা। যদিও পুলিশ এই অভিযোগ মানতে নারাজ। অভিযোগকারী দুই অভিনেত্রী হলেন শুভশ্রী রায় এবং কোহিমা বসু। তাঁদের দাবি, ২৪ ডিসেম্বর রাতে তাঁরা সল্টলেক থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিলেন। রাত বারোটা নাগাদ মা উড়ালপুলে তাঁদের গাড়ি খারাপ হয়ে যায়। দুই অভিনেত্রীর দাবি, তাঁরা একাধিকবার একশো ডায়ালে ফোন করেন। প্রথমে কয়েকবার কেউ ফোন ধরেনি। তারপর একজন ফোন ধরে সাহায্যের আশ্বাস দেন।কিন্তু, রাত বারোটা থেকে প্রায় সোয়া দু’ঘণ্টা কেটে গেলেও কোনও পুলিশকর্মী সেখানে পৌঁছোননি বলে দাবি দুই অভিনেত্রীর। তাঁদের অভিযোগ, এই সময়ের মধ্যে কয়েকজন পুলিশকর্মী গাড়িতে ও বাইকে চড়ে সেই জায়গা দিয়ে যান। কিন্তু, হাত দেখানো সত্ত্বেও তাঁরা একবারের জন্য দাঁড়াননি। দুই অভিনেত্রীর দাবি, রাত সোয়া দু’টো নাগাদপ্রগতি ময়দান থানা থেকে কয়েকজন পুলিশকর্মী মা উড়ালপুলে পৌঁছোন। কিন্তু, তাঁরাও কোনও সাহায্য করেননি বলেই অভিযোগ। দুই অভিনেত্রীর দাবি, সেই রাতেই তাঁরা ফেসবুক লাইভে গোটা ঘটনা তুলে ধরেন। পরে ইমেল মারফত অভিযোগ জানান ডিসি ট্রাফিকের কাছে। যদিও, পুলিশ অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ফোন পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সমস্তরকম সাহায্য করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















