Weather Update: শীতের আমেজ বজায় থাকলেও বৃহস্পতিবার বাংলা জুড়ে কিছুটা বাড়ল তাপমাত্রা
বৃহস্পতিবারও শীতের আমেজ রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
সঞ্চয়ন মিত্র,কলকাতা: আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে থাকবে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী ২ দিন তাপমাত্রা সামান্য বাড়লেও রবিবার থেকে আবার কমবে। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
মাঘের শীতে দাপট! ভোরে ও রাতে জবুথবু শীতের আমেজ বেশ টের পাচ্ছেন রাজ্যবাসী। লেপ-কম্বল এখনও আলিমারির তাকে রাখার সময় আসেনি।
বৃহস্পতিবারও শীতের আমেজ রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ দিন তাপমাত্রা সামান্য বাড়বে। তবে রবিবার থেকে ফের নামবে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার হাত ধরে আবার ছোট ইনিংসে দাপুটে ব্যাটিং দেখা যাবে শীতের। সেই জাঁকিয়ে ঠান্ডা থাকবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। তবে ৭ ফেব্রুয়ারি, রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দু থেকে তিন দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।