(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: আজ মরশুমের শীতলতম দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি
অবশেষে এল লেপ-কম্বলের দিন...
কলকাতা: ডিসেম্বরের শেষদিকে এসে দাপুটে ব্যাটিং শীতের। ঠান্ডা টের পেল কলকাতা থেকে জেলা।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজ মরসুমের শীতলতম দিন।
পাল্লা দিয়ে নেমেছে দিনের তাপমাত্রাও। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
জেলাতেও নেমেছে পারদ। একাধিক জেলায় তাপমাত্রা ১০-এর নিচে। উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ। তার জেরেই রাজ্যে নামতে শুরু করেছে পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। একধাক্কায় নামে ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।
শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, আগামী ২ দিন জাঁকিয়ে ঠান্ডা থাকবে। কোনও কোনও জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামতে পার।
পূর্বাভাসকে সঠিক প্রমাণ করে এদিন তাপমাত্রা আরও কমল শনিবারের তুলনায়।
উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তার জেরেই উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যেও নামতে শুরু করেছে পারদ।