Weather Update Today: কলকাতার কনকনে ঠান্ডা উধাও তবে অব্যাহত শীতের দাপট, জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি
কুয়াশা-মোড়া ভোর, লেপের আদর... জবুথবু সকালে ধোঁয়া ওঠা চায়ের কাপ....
![Weather Update Today: কলকাতার কনকনে ঠান্ডা উধাও তবে অব্যাহত শীতের দাপট, জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি Weather Update Weather Today Kolkata Winter Update Bengal Weather Update Alipore Weather Office Weather Forecast Weather News Weather Update Today: কলকাতার কনকনে ঠান্ডা উধাও তবে অব্যাহত শীতের দাপট, জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/22150547/web-winter-still-03-131220.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও, আজও শীতের দাপট রয়েছে। কনকনে ঠান্ডার হাত থেকে রেহাই মিললেও, বড়দিন পর্যন্ত জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে।
যদিও গতকালের তুলনায় পারদ সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, রাতের তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে।
গতকাল রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা নেমেছিল ৯ডিগ্রি সেলসিয়াসের নীচে।
পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ - রাজ্যের এই ৮ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার, দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়ায় ৬.৪ ডিগ্রি। পানাগড়ে ৭ ডিগ্রি। কালিম্পঙ ও কোচবিহারে ৭.৫ ডিগ্রি।
শিলিগুড়িতে তাপমাত্রা নেমেছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি, বর্ধমানে ৮.৬ ডিগ্রি, জলপাইগুড়িতে ৮.৯ ডিগ্রি।
বাঁকুড়ায় তাপমাত্রা নেমেছে ৯.৪ ডিগ্রি, ব্যারাকপুরে ৯.৩ ডিগ্রি, বহরামপুরে ৯.৪ ডিগ্রি ও আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি। দিঘা-বালুরঘাট, দুই জায়গাতেই তাপমাত্রা নামে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রির নীচে থাকবে। ডিসেম্বরের শেষ পর্যন্ত শীতের এই দাপট চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরভারত। পঞ্জাব, হিমাচল, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রির নিচে।
এরইমধ্যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনিয়েছে। যার জেরে তামিলনাড়ু ও কেরলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)