Chok Bhanga 6ta : ভর দুপুরে ব্যারাকপুরে মর্মান্তিক দুর্ঘটনা ! কী কারণে গুলি ? অন্ধকারে পুলিশ
Chok Bhanga 6 Ta : ভর দুপুরে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে শ্যুটআউট ! পাইপ রোডের ওই ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁর বুকে গুলি লাগায় অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিন দুষ্কৃতী এসে তাঁর ওপর হামলা চালায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছেই ঘটে শ্যুটআউট !
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যারা গুলি চালিয়েছে তারা এলাকার বাসিন্দা। অর্থাৎ ওই যুবকের পরিচিত। তবে, কী কারণে গুলি চালানো হল তা এখনও স্পষ্ট নয়। বুকের নীচে গুলি লাগে যুবকের। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে।
জানা গেছে, ওই যুবক ইলেক্ট্রিক সাপ্লাইয়ের অফিসের সামনেই দাঁড়িয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে তাঁকে গুলি করে। এই জায়গাটি ব্যারাকপুর কমিশনারেটের একটি দফতরের খুব কাছেই। তার থেকে একটু এগিয়ে গেলেই পুলিশ কমিশনারেটের দফতর। তাছাড়া চিড়িয়ামোড় লাগোয়া পাইপ রোড একটি জনবহুল এলাকা। সেই জনবহুল এলাকায় ভর দুপুরে শ্যুটআউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তবে, এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই ধরা যায়নি।




















