এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
৩১ জুলাই ২০১৬— ৬ আগস্ট ২০১৬
রবি কর্কট ।চন্দ্র মিথুনে ।বুধ সিংহ। বৃহস্পতি সিংহ।শুক্র সিংহ। শনি বক্রি বৃশ্চিক।রাহু সিংহ। কেতু কুম্ভে। তিথি ত্রয়োদশী থেকে চতুর্থী।
মেষ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। পেটের ব্যপারে ঠিক শান্তি পাবেন না। ব্যবসার জন্য ভাল খবর আসতে পারে। আবার যারা বিদেশে ব্যবসা করেন তাদের একটু সাবধান থাকা দরকার। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির কাছে কোনও কথার জন্য কষ্ট পেতে পারেন। কর্ম অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে অর্থ নিয়ে কিছু সমস্যা হতে পারে। অর্থিক অবস্থার জন্য কিছু ঋণ হতে পারে। সংসারের জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। কোনও উচ্চব্যক্তির সাহায্যে ব্যবসার দিকে বিপদ থেকে মুক্তি, সম্পত্তির ব্যাপারে কোনও আইনি জটিলতাতে পড়তে পারেন। মধ্যভাগে কিছু বন্ধুর ব্যবহারের মনের কষ্ট বাড়তে পারে, সমাজের কোনও কাজের জন্য সুনাম লাভ করতে পারেবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
মিথুন
বক্তা হিসাবে খুব সুনাম পাবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে জন্য ভাল সময়। কিন্তু বাড়িতে সম্পত্তি নিয়ে খুব অশান্তি হতে পারে। সন্তানের জন্য পড়াশুনার ব্যপারে চিন্তার পরিমাণ বাড়তে পারে। আইনজীবীদের জন্য শুভ সময়। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। চাকুরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার। স্ত্রীর সঙ্গে অপর কোনও ব্যক্তিকে নিয়ে অশান্তি। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
কর্কট
সপ্তাহের প্রথম দিকে বুদ্ধির ও পরিকল্পনা ভুলের জন্য কর্মস্থলে উচ্চ পদস্থ ব্যক্তির কাছে অপমান। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তির জন্য ভাল সময়। ফাটকা কোনও ব্যবসায় লাভ। বাড়িতে কোনও অতিথির সঙ্গে বিবাদ, পিতা ও মাতার শরীর নিয়ে চিন্তার কারণ। অংশীদারী ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। বাড়িতে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কর্মস্থলে সুনাম বৃদ্ধি। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য একটু অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে কোনও বিপদে পড়তে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। মধ্যভাগে পেটের যন্ত্রণাতে কর্মে ক্ষতি। এলাকার কোনও ব্যক্তির কারণে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট। ব্যবসার দিকে ভাল। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
কন্যা
কাজের জন্য বিদেশে ভ্রুমণ হতে পারে। প্রিয়জনের রোগের জন্য মনকষ্ট ও অর্থ খরচ হতে পারে। শত্রুর সঙ্গে আপস করার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসার জন্য সুনাম বাড়তে পারে। রাস্তাঘাট খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। অলসতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বিবাহিত জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। অর্থ ভাগ্য ভাল। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
তুলা
উচ্চব্যক্তির জন্য কোনও বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। শরীরের দিক দিয়ে একটু চাপ বাড়তে পারে, কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে, অভিনয় জগতে সুনাম বৃদ্ধি হতে পারে, আইনজীবীদের খুব ভাল সময়। স্ত্রীর জন্য আবদার পূরণ। বন্ধুর জন্য কোনও বিপদে পড়তে পারেন। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন, টিউমার জাতীয় কোনও রোগ বাড়তে পারে। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিকে বাড়িতে কোনও ঝামেলা বাড়তে পারে। বাড়ির লোকের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সব দরকারি কাজগুলি করে ফেলুন। অপরের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না, কর্মস্থলের বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরুজনের সঙ্গে কোনও বিবাদের জন্য মনকষ্ট, সমাজের কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। ভ্রমণে মনের শান্তি। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
ধনু
সপ্তাহের প্রথম দিকে কুটুম্বিতা নিয়ে কোনও বিবাদ। শরীরের জন্য একটু কাজের ক্ষতি হতে পারে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্ম ক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়ুপীড়া উপেক্ষা করবেন না। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। মধ্যভাগে কোনও কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি। ব্যবসার সময় মধ্যম। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
মকর
শরীরের সমস্যা খুব একটা না থাকলেও মানসিক দিক দিয়ে স্থিতি ভাল থাকবে না। প্রতিভার বিকাশ লাভে সঠিক দিশা পাবেন। সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন তারা চেষ্টা করুন ভাল সময় আসছে। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল করা ভাল। সংসার অনেক দিন বাদে একটু মনের মত লাগবে। মধ্যভাগে বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যঘাত। লেখাপড়াতে সন্তানের আগ্রহে মনে শান্তি, ব্যবসার জন্য একটু চিন্তা বাড়তে পারে। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
কুম্ভ
শরীরের অলসতা কাজের অনেক ক্ষতি করতে পারে। শত্রুর কারণে কোনও কিছু নষ্ট হবার সম্ভবনা। অকারণে ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। কর্মস্থলে কোনও বিশেষ কাজ করে সুনাম অর্জন। অপর কোনও ব্যক্তির জন্য সংসারে অশান্তি। মধ্যভাগে কাজের জন্য দূরে যেতে হতে পারে, বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রা ছাড়া ক্রোধ বিপদ আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
মীন
সপ্তাহের প্রথম দিকে অপরের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। পিতা-মাতার জন্য এ সপ্তাহে বিশেষ চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমের বাধা মনকষ্ট বাড়াতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে। চাকুরির জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। রক্ত চাপ নিয়ে চিন্তা। শ্রাবণ মাসে শিব পুজা করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement