ছেলের সামনেই চলন্ত অটোয় ‘শ্লীলতাহানি’, নেতাজিনগর থানায় নালিশের পরে মহিলাকে ‘হুমকি’, অভিযুক্ত অটোচালকের গ্রেফতারির প্রতিবাদে গড়িয়া-টালিগঞ্জ রুটে অটো বন্ধ
কলকাতা: নেতাজিনগরে অটোতে ছেলের সামনেই প্রৌঢ়ার শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার চালক। প্রতিবাদে দিনভর অটো বন্ধ টালিগঞ্জ-গড়িয়া রুটে। যাত্রীদের দুর্ভোগ চরমে। ক্ষমা চেয়েই দায় সারল ইউনিয়ন।
ঘটনার সূত্রপাত, বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ। ছেলের সঙ্গে অটোয় চড়ে বাঁশদ্রোণি থেকে গড়িয়া যাচ্ছিলেন বছর পঞ্চান্নর এক মহিলা। পায়ে সমস্যার কারণে সামনের আসনে বসেন তিনি। অভিযোগ, চলন্ত অটোতে চালক তাঁর শ্লীলতাহানি করেন।
অভিযোগকারিণীর দাবি, নেতাজিনগর থানায় অভিযোগ দায়েরের পর থানা থেকে বেরোতেই কয়েকজন যুবক মামলা তুলে নিতে হুমকি দেয়। রিকশয় চড়ে বাড়ি ফেরার সময় থানার কাছেই আরও কয়েকজন যুবক রাস্তা আটকে দাঁড়ায়।
রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত অটো চালককে। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে গড়িয়া-টালিগঞ্জ রুটে অটো চলাচল বন্ধ করে দেন চালকরা। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দুর্ভোগ চরমে ওঠে। ঘটনায় ক্ষমা চেয়েই দায় সেরেছে অটো ইউনিয়ন। আশ্বাস দিয়েছে পরিবারের পাশে থাকার।
অটো দৌরাত্ম্য ঠেকাতে বার বার কড়া বার্তা দিয়েছে সরকার। তা সত্বেও কেন এই ঘটনা? প্রশ্ন পরিবারের।