Canada PM Trudeau : ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পরই বিদায়বেলায় কেঁদে ভাসালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো
গত নয় বছর ধরে ক্ষমতায় থাকাকালীন তিনি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। সে-কথা স্মরণ করিয়ে দেন ট্রুডো।

কেঁদে ভাসালেন ট্রুডো, তাও একদম ক্যামেরার সামনে। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। কানাডা থেকে আসা পণ্যের উপর আমেরিকায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করার কথা জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। এই আবহেই এবার জাস্টিন ট্রুডোর চোখে জল ! সামনে এল সেই ভিডিও। কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তখনই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। পদত্যাগ করেছেন তিনি। খুব তাড়াতাড়ি তাঁর জায়গায় অন্য কাউকে বেছে নেবে।
আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে, তিনি কানাডিয়ানদের স্বার্থকেই গুরুত্ব দিয়েছেন সব থেকে বেশি। সব সময় কানাডিয়ানদের প্রথমে রেখেছেন তিনি, যাতে আমার জনগণের সমর্থন তাঁর সঙ্গে থাকে। ট্রুডো বলেন, 'আমি আপনাদের সবাইকে বলতে এসেছি আমরা আপনাদের পেয়েছি... এই সরকারের শেষ দিনগুলিতেও, আমরা আজ এবং ভবিষ্যতেও কানাডিয়ানদের হতাশ করব না'
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল ট্রুডোর শেষ মিডিয়া ব্রিফিং। ট্রুডো আবেগতাড়িত হয়ে তার ৯ বছরের মেয়াদ নিয়ে কথা বলছিলেন। এরই মধ্যে এসে পড়ে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প কানাডার অর্থনীতি ধ্বংস করতে চান যাতে তিনি কানাডা আমেরিকার সঙ্গে মিশে যায় । এই বিষয়ে কথা বলার সময় ট্রুডো আবেগপ্রবণ হয়ে পড়েন, ক্যামেরার সামনে অঝোরে কাঁদতে শুরু করেন।
গত নয় বছর ধরে ক্ষমতায় থাকাকালীন তিনি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। সে-কথা স্মরণ করিয়ে দেন সকলকে। কানাডার মানুষকে সেবা করা তার জীবনের সম্মান, বলেন ট্রুডো। রাশিয়ার ইউক্রেনে আক্রমণ, মধ্যপ্রাচ্যের সংকট এবং ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতিত্বের মকো "জটিল সময়" তিনি দেশ সামলেছেন। তিনি বলেন, এমন কঠিন সব পরিস্থিতিতে কানাডিয়ানদের জন্য স্থিতিশীল এবং শক্তিশালী থাকা তাঁর কর্তব্য ছিল।
রবিবার (৯ মার্চ) কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন করার পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাবে করবেন ট্রুডো। তিনি কানাডিয়ানদের সতর্ক করে দেন, কঠিন সময় আসছে। উল্লেখ্য, সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো এবং কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। তবে আপাতত ২ এপ্রিল পর্যন্ত আমেরিকা এই শুল্ক আরোপ স্থগিত রেখেছেন।
এদিকে ট্রাম্পের কটাক্ষ, "বিশ্বাস করুন বা না করুন, কানাডার জন্য তিনি (ট্রুডো ) দুর্ধর্ষ কাজ করেছেন, তা সত্ত্বেও, আমার মনে হয় তিনি আবার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শুল্ক সমস্যাটিকেই হাতিয়ার করবেন, এটা দেখে মজা লাগছে"






















