CBSE Syllabus Updates: এবার দশম-দ্বাদশে ২ বার পরীক্ষা, নতুন সার্কুলার সিবিএসই-র
নতুন সার্কুলার জারি করল সিবিএসই। এবার দশম-দ্বাদশে ২ বার পরীক্ষা হবে সিবিএসই-র ।
নয়া দিল্লি : করোনা অতিমারির কোপ। প্রভাব পড়েছে দেশের শিক্ষার ব্যবস্থার উপরও। এখনও ভার্চুয়াল মাধ্যমেই চলছে পঠন-পাঠন। ব্যাপক সংখ্যায় সংক্রমণের ঝুঁকির কারণে এবছর ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা বাতিল করেছে সিবিএসই। বিকল্প প্রক্রিয়ায় ফল ঘোষণা করা হবে। এই পরিস্থিতিতে নতুন সার্কুলার জারি করল সিবিএসই। এবার দশম-দ্বাদশে ২ বার পরীক্ষা হবে সিবিএসই-র । ২টি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। নবম-দ্বাদশে ২ বার পরীক্ষা কার্যকর হবে ২০২২ থেকে। প্রথম পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বরে মাসে ও দ্বিতীয় পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে। প্রথম পরীক্ষায় থাকবে অবজেকটিভ প্রশ্ন, দ্বিতীয় পরীক্ষায় সাবজেকটিভ।
গত ১ জুন করোনা আবহে দ্বাদশের পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে সিবিএসই। আগেই বাতিল হয়ে গিয়েছিল চলতি বছরের সিবিএসই দশমের পরীক্ষা। এই দুই পরীক্ষা বাতিল হওয়ার পরই প্রশ্ন ওঠে তবে কী করে হবে মূল্যায়ন? কোন পথে মূল্যায়ন তা জানাতে সিবিএসইকে ২ সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। পদ্ধতি ঠিক করতে ১২ সদস্যের কমিটি গঠন করে সিবিএসই।
এর পর সিবিএসই-র তরফে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের রেজাল্ট দেওয়া হবে। হলফনামায় জানানো হয়েছে, পড়ুয়াদের কোনও আপত্তি থাকলে, তার সুরাহা করতে একটি কমিটি গঠন করা হবে। ফলপ্রকাশের পরও যদি কোনও পড়ুয়া লিখিত পরীক্ষা দিতে চায়, তাহলে অনলাইনে আবেদন করা যাবে। সেক্ষেত্রে ১৫ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে।
এই পরিস্থিতিতে আজ, সোমবার সিবিএসই-র তরফে একটি সার্কুলার জারি করা হয়। সেখানে আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ক্লাস টেন ও টুয়েলভের জন্য স্পেশাল অ্যাসেসমেন্ট পরিকল্পনার কথা জানানো হয়েছে। বোর্ডের তরফে বলা হয়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও প্রোজেক্ট ওয়ার্ককে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা হচ্ছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তিযুক্ত সিলেবাস জুলাইয়ের শেষ দিকে দেওয়া হবে। প্রথম টার্মের পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। সেকেন্ড টার্ম মার্চ-এপ্রিলে।