Medicine Price Cut : একধাক্কায় অনেকটা কমল হার্টের অসুখ ও ডায়াবেটিসের এইসব ওষুধের দাম, বাচ্চাদের ওষুধের দামেও রাশ
Medicine Price : কয়েকটি অ্যান্টিবায়োটিকের দামও কমানো হচ্ছে। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্যও সুখবর । কমতে চলেছে ব্লাড সুগার নিয়ন্ত্রণের ওষুধ ও কয়েকটি মানসিক রোগের ওষুধের দাম।

নয়াদিল্লি: ওষুধের দাম ঊর্ধ্বমুখী, চিকিৎসার খরচ আকাশ ছুঁইছুঁই। এই দুইয়ের চাপেই নাভিশ্বাস মানুষের। তার মধ্যে সুখবর দিল কেন্দ্র। বেশ কয়েকটি অত্যাবশ্যকীয় বহুল ব্যবহৃত ওষুধের দাম এবার কমানো হল। National Pharmaceutical Pricing Authority (NPPA) ৩৫টি প্রয়োজনীয় ওষুধের মূল্য হ্রাস কমাচ্ছে। কয়েকটি formulation-এর দাম কমানো হচ্ছে। দাম কমার তালিকায় রয়েছে,বেশ কয়েকটি প্রচলিত কার্ডিওভাসকুলার ডিসিজের ওষুধ। কয়েকটি অ্যান্টিবায়োটিকের দামও কমানো হচ্ছে। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্যও সুখবর ।National Pharmaceutical Pricing Authority কমাতে চলেছে ব্লাড সুগার নিয়ন্ত্রণের ওষুধ ও কয়েকটি মানসিক রোগের ওষুধের দাম।
Ministry of Chemicals and Fertilisers এর তরফে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এই ওষুধগুলির মূল্য কমলে, ক্রনিক অসুখে ভোগা বহু মানুষই উপকৃত হবেন। আসলে কিছু মানুষের প্রতিদিনই ওষুধের জন্য অনেক টাকা ব্যয় হয়। বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী রোগের সঙ্গে লড়াই করছেন, তাদের তো কাঁড়ি কাঁড়ি টাকা বেরিয়ে যায় ওষুধ কিনতে। তাদের জন্য এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বস্তি আনবে। তালিকায় রয়েছে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল এবং ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাসিয়াম ক্লাভুলানেট, অ্যাটোরভাস্ট্যাটিন কম্বিনেশনের ওষুধ। এছাড়া এম্পাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন এবং মেটফর্মিনের মতো নতুন অ্যান্টি-ডায়াবেটিক ওষুধের দাম কমছে। খবর এনডিটিভি সূত্রে।
সরকার থেকে বলে দেওয়া হয়েছে সব খুচরা বিক্রেতা এবং ডিলারদের এই নতুন দামের তালিকা স্পষ্ট ভাবে দেখাতে হবে। যদি কেউ নতুন দামের বদলে পুরনো দামে ওষুধ বিক্রি করে, তাহলে DPCO, 2013 এবং অত্যাবশ্যকীয় পণ্য আইনে, 1955 তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সংস্থা সূত্রে খবর -
- আকুমস ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের তৈরি একটি অ্যাসিক্লোফেনাক-প্যারাসিটামল-ট্রাইপসিন কাইমোট্রিপসিন ট্যাবলেট, যা বাজারে বিক্রি করে ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ, তার দাম এখন কমে হয়েছে ১৩ টাকা। ক্যাডিলা ফার্মাসিউটিক্যালসের একই ফর্মুলেশনের ওষুধ এখন পাওয়া যাবে দাম ১৫.০১ টাকায়।
- হৃদরোগের জন্য বহুল ব্যবহৃত অ্যাটোরভাস্ট্যাটিন ৪০ মিলিগ্রাম এবং ক্লোপিডোগ্রেল ৭৫ মিলিগ্রাম ধারণকারী একটি ট্যাবলেটের দাম ২৫.৬১ টাকা।
- শিশুদের জন্য ওরাল সাসপেনশন সেফিক্সিম এবং প্যারাসিটামল সংমিশ্রণের দামও কমানো হয়েছে।
- এছাড়া ভিটামিন ডি সাপ্লিমেন্ট কোলেক্যালসিফেরল ড্রপের দামেও রাশ টানা হয়েছে।
- ডাইক্লোফেনাক ইনজেকশনের মতো গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানো হয়েছে।






















