সম্পদশালী হতে চাণক্যের তিন পরামর্শ
চাণক্য মনে করতেন সম্পদশালী হতে হলে এবং দীর্ঘদিন ধরে সম্পদ ধরে রাখতে হলে ধন দান করার অভ্যাস করতে হবে।
Chanakya Niti: বড়লোক হতে কে না চায়! কিন্তু চাইলেই তো আর ধনী হওয়া যায় না। তবে কিছু পদ্ধতি তো নিশ্চয়ই আছে যা প্রয়োগ করলে ধনী হওয়ার একটা সম্ভাবনা অন্তত হয়। মহাপন্ডিত চাণক্য তেমনই কিছু পথের সন্ধান দিচ্ছেন। তাঁর মতে নিম্নোক্ত তিনটি পথ জীবনে অবলম্বন করলে সম্পদশালী হওয়ার ভিত্তি তৈরি হয়।
কঠোর পরিশ্রম
চাণক্য মনে করতেন ধনী ও সমৃদ্ধিশালী হতে চাইলে কঠোর পরিশ্রমী হতেই হবে। তাঁর মতে কঠোর পরিশ্রমের কোনও বিকল্পই নেই। যে ব্যক্তি নিজের কাজ শৃঙ্খলাপরায়ণ ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে করতে থাকে, ধনের দেবী লক্ষ্মী তাঁর সহায় হন।বিরাট ধনরাশির মালিক যাঁরা হতে পেরেছেন, তাঁদের প্রত্যেকেরই প্রবল পরিশ্রমের ইতিহাস রয়েছে। আর তারই ফল ঐশ্বর্য।
পরিকল্পনা তৈরি করা
সম্পদশালী হতে হলে মানুষকে পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে, এমনটাই মনে করতেন পন্ডিত চাণক্য। পরিকল্পনা তৈরি না করলে কোনও কাজে প্রথমত, সময় অতিরিক্ত লেগে যায়, আবার অনেক কাজ বাকিও পড়ে থাকে। কিন্তু পরিকল্পনা সব কিছুকে সময়ে বেঁধে ফেলে নিখুঁতভাবে সম্পন্ন করতে সাহায্য করে। সময় বাঁচিয়ে যিনি কাজ করেন তাঁর সহায় হন ধনের দেবী লক্ষ্মী।
জনহিতে ব্যয়
চাণক্য মনে করতেন সম্পদশালী হতে হলে এবং দীর্ঘদিন ধরে সম্পদ ধরে রাখতে হলে ধন দান করার অভ্যাস করতে হবে। জনহিতকর কাজে অর্থ ব্যয় করলে, দরিদ্র মানুষের পাশে দাড়ালে ধনের দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। মানব কল্যাণে যে ব্যক্তি অর্থ ব্যয় করেন, ধন-সম্পদ কখনওই তাকে ছেড়ে যায় না।