Chardham Yatra 2024: চার ধামে পুণ্যার্থীদের রেকর্ড ভিড়! রাস্তাজুড়ে জ্যাম, চালু হল হেল্পলাইন
Chardham Yatra: যমুনোত্রীতে ভিড় বেড়ে যাওয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আটকে পড়েছে পুণ্যার্থীরা। গত শনিবার প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ায় যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল।
নয়া দিল্লি: অক্ষয় তৃতীয়া অর্থাৎ গত শুক্রবার থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে, আজ তার তৃতীয় দিন। আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ ধামের দরজা। এ বছর যাত্রা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও প্রবল। কেদারনাথ ও যমুনোত্রী ধামে ভিড় রেকর্ড ভেঙেছে। এতটাই ভিড় যে পুলিশের তরফে জানান হয়েছে, যমুনোত্রী ধামে না আসার জন্য। তাঁরা আবেদন করেছে এই জ্যামে জীবনের ঝুঁকি বাড়তে পারে।
যমুনোত্রীতে ভিড় বেড়ে যাওয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আটকে পড়েছে পুণ্যার্থীরা। গত শনিবার প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ায় যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শন না করেই ফিরতে হয় ভক্তদের। যমুনোত্রীর অনেক ছবি এবং ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে স্পষ্ট দেখা যায় ভক্তরা কয়েক কিলোমিটার ধরে আটকা পড়েছেন।
চারধাম যাত্রায় এই ভিড়ে উত্তরকাশী পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে পোস্টটি শেয়ার করে লোকেদের কাছে আবেদন করেছে। পোস্টে লেখা ছিল "আজ যমুনোত্রী ধামে অনেক সংখ্যক ভক্ত পৌঁছেছেন। এখন আরও বেশি ভক্ত আসলে তা ঝুঁকিপূর্ণ। যমুনোত্রী দর্শনে যাওয়া সমস্ত ভক্তদের প্রতি বিনীত আবেদন। যমুনোত্রী জি যাত্রা স্থগিত করুন।
AIIMS ঋষিকেশ একটি জরুরি হেল্পলাইন
ইতিমধ্যেই ভক্তদের সাহায্য করতে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। চারধাম যাত্রার জন্য আসা দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে, AIIMS ঋষিকেশ একটি জরুরি হেল্পলাইন নম্বর জারি করেছে। জরুরী অবস্থায় আটকে পড়া তীর্থযাত্রীরা জরুরি হেল্পলাইন নম্বর- 7060005829-এ কল করতে পারেন। এর পাশাপাশি, ভক্তরা AIIMS-এর অনলাইন পরামর্শ পরিষেবাও ব্যবহার করতে পারেন।
যাত্রা স্থগিত
গত বছরের তুলনায় এ বছর যাত্রায় ১.৫ গুণ ভিড় হয়েছে বলে জানান হচ্ছে।
৫টি জেলার জন্য কমলা সতর্কতা জারি
আবহাওয়া দফতর উত্তরাখণ্ডের পাঁচটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে এবং বজ্রঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড়ে ঘণ্টায় ৪৫-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে