এক্সপ্লোর
দাম বেড়ে গেছে মারাত্মক. বানর পিছু ১ লাখ ইউয়ান, করোনা টিকা তৈরিতে সঙ্কটে পড়েছে চিন
ওয়াইসেং বিখ্যাত ছিল র্যাবিস টিকা তৈরির জন্য। কিন্তু তারা তাদের ৯টি ওয়ার্কশপের একটিকে করোনা টিকা তৈরির জন্য ছেড়ে দিয়েছে, এ জন্য বহাল করেছে আরও ৫০ জন কর্মীকে।

কলকাতা: চিন এখন প্রাণপণে চেষ্টা করছে সকলের আগে করোনা টিকা তৈরি করার। ফলে ছুটির দিনেও কাজ করানো হচ্ছে গবেষকদের। কিন্তু সমস্যা হল, গবেষণার জন্য বানরের সরবরাহ তেমন নেই। তাই বিদেশে নিয়ে গিয়ে এই টিকার মানব শরীরে পরীক্ষার কথা ভাবা হচ্ছে। এমনই একটি ওষুধ কোম্পানি হল উত্তর পূর্ব চিনের শেনিয়াং শহরের ওয়াইসেং বায়োফার্মা। জানুয়ারি থেকে তারা অক্লান্ত চেষ্টা করে চলেছে টিকা তৈরির জন্য। বিশেষ করে চিন থেকে করোনাভাইরাস বিদায় নিয়েছে বলে দাবি করার পর যেভাবে সেখানে ফের সংক্রমণ শুরু হয়েছে, তা রুখতে টিকা তৈরি অত্যন্ত প্রয়োজনীয় বলে সকলে মনে করছেন। গোটা বিশ্বে এই রোগে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে চারলাখের বেশি মানুষ। ওয়াইসেং বিখ্যাত ছিল র্যাবিস টিকা তৈরির জন্য। কিন্তু তারা তাদের ৯টি ওয়ার্কশপের একটিকে করোনা টিকা তৈরির জন্য ছেড়ে দিয়েছে, এ জন্য বহাল করেছে আরও ৫০ জন কর্মীকে। যদিও গবেষণা এখনও রয়েছে প্রাথমিক পর্যায়ে তা সত্ত্বেও সেপ্টেম্বরে টিকা বাজারে আনার ঝুঁকি নিচ্ছে তারা। তবে ক্লিনিক্যাল ট্রায়াল এখনও হয়নি। ওয়াইসেং চেয়ারম্যান ঝ্যাং ই বলেছেন, এই টিকার দ্রুত এসে পড়া উচিত। ট্রায়াল শেষ করতে আবার অতিমারী শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব। তাই তাঁরা গবেষকদের ছুটি দিচ্ছেন না, কারণ প্রচুর কাজ বাকি রয়েছে। এখন ওয়াইসেং টিকা পরীক্ষা করছে জন্তুর ওপর। তারপর মানব শরীরে পরীক্ষা হওয়ার কথা। ঝ্যাংয়ের দাবি, ইঁদুর আর গিনিপিগের ওপর পরীক্ষা করে তাঁরা আশাপ্রদ ফল পেয়েছেন। এবার বানরের ওপর পরীক্ষা হওয়ার কথা কিন্তু করোনা টিকা পরীক্ষার জন্য যেভাবে বানরের চাহিদা বেড়েছে, তাতে দাদের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। প্রতিটি বানরের জন্য আগে খরচ হত ১০,০০ থেকে ২০,০০০ চিনা টাকা বা ইউয়ান। এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ইউয়ান। ওয়াইসেং জানিয়েছে, করোনা টিকার গবেষণায় এখনও পর্যন্ত তাদের ৩০ লাখ ডলারের মত খরচ হয়েছে। অন্যান্য টিকার থেকে এই টিকার গবেষণা অনেক বেশি খরচসাপেক্ষ। তাদের ইচ্ছে, কয়েক মাসের মধ্যে উৎপাদন শুরু করার, যাতে আগামী বছর বাজারে আসতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















