এক্সপ্লোর
Advertisement
মোদির লেহ সফরকে ‘রাজনৈতিক চমক’ বলে কটাক্ষ চিনা মুখপত্রে, পিএলএ-র ধারেকাছে আসে না ভারতীয় সেনা, হুঁশিয়ারি
শুক্রবার সকালে আচমকা লেহ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখতে যান। তাঁদের উদ্দেশে ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করেন, মনোবল বাড়ান।
বেজিং: নরেন্দ্র মোদির শুক্রবারের লেহ-লাদাখ সফরে কি ভয় পেয়েছে চিন? তাদের সরকারি মুখপত্রে বেরনো প্রতিক্রিয়ায় তেমনই ইঙ্গিত মিলছে। পাশাপাশি ভারতকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সেখানে। চিনের সরকার পরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস-এর এডিটর-ইন-চিফ হু শিজিন ট্যুইট করে ভারতের প্রধানমন্ত্রীর আজকের সফরকে রাজনৈতিক চমক বা স্টান্ট বলে কটাক্ষ করে দাবি করেছেন, ভারতের সীমান্তের সেনাবাহিনী চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)র ধারেকাছে আসে না।
I understand PM Modi needs to make a political stunt at border and talk tough. But please quietly tell Indian border troops about China which you know is much stronger than India. Tell them not to mess with PLA because they are really no match for PLA. pic.twitter.com/fXza1eAlHf
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) July 3, 2020
তিনি লিখেছেন, আমি বুঝতে পারছি প্রধানমন্ত্রী মোদির সীমান্তে রাজনৈতিক চমক দেখিয়ে কড়া কড়া কথা বলা দরকার হয়ে পড়েছে। কিন্তু দয়া করে চুপি চুপি সীমান্তে ভারতীয় জওয়ানদের বলে দিন, যে চিনকে তোমরা চেন, সে কিন্তু ভারতের চেয়ে অনেক বেশি শক্তিধর। পিএলএ-র সঙ্গে যেন তারা পাল্লা দিতে না যায় কেননা পিএলএ-র কাছে তারা কিছুই নয়।
শুক্রবার সকালে আচমকা লেহ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখতে যান। তাঁদের উদ্দেশে ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করেন, মনোবল বাড়ান। নাম না করলেও চিনকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদ নয়, এটা উন্নয়নের যুগ। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সম্প্রসারণবাদীরা পরাজিত হয়েছে বা বাধ্য হয়ে পিছু হটেছে।
নিমোর সামরিক কেন্দ্রে গিয়ে সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারতমাতার মর্যাদা রক্ষায় তাঁরা যে সাহস, বীরত্ব, দায়বদ্ধতার পরিচয় দেন, তার তুলনা হয় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement