Chinmoy Krishna Das: আজও খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন, জেলবন্দিই থাকতে হবে সন্ন্যাসীকে
Chinmoy Krishna Das Bail Plea Rejected: জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য় সরব হয়েছিলেন সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস।
কলকাতা: অপেক্ষার অবসান হল না। আজও খারিজ হয়ে গেল চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন। অর্থাৎ জেলেই থাকতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য় সরব হয়েছিলেন সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ, তাঁকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের পুলিশ। ২৬ নভেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে নানাভাবে তাঁকে জেলে আটকে রেখেছে মহম্মদ ইউনূসের সরকার। আজ চট্টগ্রাম আদালতে তাঁর শুনানি হওয়ার কথা ছিল। আর শুনানিতে জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গেল।
এই বিষয়ে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলছেন, 'খুবই দুর্ভাগ্যজনক। আমেরিকা থেকে শুরু করে পার্লামেন্টের যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছেন, প্রত্যেকেই আশা করেছিলেন আজকে ওঁর জামিন হয়ে যাবে। কিন্তু এখন জানতে পারছি, জামিনের আবেদন খারিজ হয়েছে। এখন দেখত হবে, কেন বাতিল হয়ে গেল জামিনের আবেদন। একটাই জিনিস ইতিবাচক যে, চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আইনজীবীরা হাজিরা দিতে পেরেছেন। শান্তিপূর্ণভাবে শুনানি হতে পেরেছে। আইনজীবীরা লড়াই করতে পেরেছেন। তবে এখন দেখতে হবে কেন বাতিল হল। কিন্তু খবরটা ভীষণ দুঃখের। নতুন বছরে আমরা অনেক আশায় ছিলাম যে উনি আজকে মুক্তি পাবেন।'
আজ জামিন নাম্ঞ্জুর, কী হবে পরবর্তী পদক্ষেপ? রাধারমণ দাস বলছেন, 'ওঁর যে আইনজীবীরা রয়েছেন, নিশ্চয়ই আপিল করবেন কি না সেই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে ওরা আজ কোর্টে দাঁড়াতে পেরেছেন।' রাধারমণ দাস নিজে যথেষ্ট উদ্বিগ্ন ছিলে চিন্ময়কৃষ্ণ দাসের শারিরীক সুস্থতা নিয়ে। আজ তিনি বলছেন, 'আমরা তো সংবাদমাধ্যমের তরফ থেকেই ওঁর খবর জানতে পারছি। আমরা প্রত্যাশা করেছিলাম, আজ যখন উনি জেল থেকে বেরবেন তখনই আমরা ওঁকে দেখতে পাব। তবে তা হল না।'
অন্যদিকে আজ আদালতে উপস্থিত আইনজীবীরা বলেছেন, 'আজ শান্তিপূর্ণভাবেই শুনানি হয়েছে। তবে জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।' চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আজ ১১জন আইনজীবী সওয়াল করতে পেরেছিলেন। সন্ন্যাসীকে এবার রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে জেলে দীর্ঘ সময় বন্দি রাখতে চায় ইউনূস সরকার, এমনটাই জানা যাচ্ছে। অসুস্থ আইনজীবী রবীন্দ্র ঘোষের জায়গায় আজ লড়তে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। অপূর্ব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন আরও ১০ জন আইনজীবীর টিম। শুনানি হলেও জামিনের আবেদন খারিজ হওয়ায় হতাশ আইনজীবীরা আদালত ছাড়লেন।
আরও পড়ুন:Nikhil-Sauraseni: প্রেমের জল্পনায় অবশেষে সিলমোহর? জন্মদিনে নুসরত-প্রাক্তন নিখিলের বাহুলগ্না সৌরসেনী